সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২০ ওভারে ৩৪৯ রান! অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে রেকর্ডবুকে নাম তুলে ফেলল বরোদা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সিকিমের বিরুদ্ধে টি-২০ ক্রিকেট ইতিহাসের সর্বাধিক স্কোর করল বরোদা। এর আগে আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে ২০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল ৩৪৪।
বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে দুর্বল সিকিমের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ৩৪৯ রান তুলে দেয় বরোদা। শুরু থেকেই সিকিম বোলারদের বেধড়ক পেটানো শুরু করেন বরোদার ব্যাটাররা। ক্রুণাল পাণ্ডিয়ার নেতৃত্বে খেলা বরোদার হয়ে সবচেয়ে চমকপ্রদ ইনিংসটি খেলেছেন ভানু পানিয়া। মাত্র ৫১ বলে ১৩৪ রান করেছেন তিনি। একাই ১৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
ভানু ছাড়াও শিবালিক শর্মা (১৭ বলে ৫৫), অভিমণ্যু সিং (১৭ বলে ৫৩), বিষ্ণু সোলাঙ্কি (১৬ বলে ৫০), শাশ্বত রাওয়াতরা (১৬ বলে ৪৩) নজরকাড়া ইনিংস খেলেছেন। সব মিলিয়ে বরোদার ব্যাটাররা ৩৭টি ছক্কা এবং ১৮টি বাউন্ডারি মেরেছেন। এই ছক্কার সংখ্যাটাও টি-২০ ক্রিকেটের এক ইনিংসে রেকর্ড।
এর আগে টি-২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল জিম্বাবোয়ের দখলে। গাম্বিয়ার বিরুদ্ধে এক ইনিংসে ৩৪৪ রান করেছিলেন সিকান্দার রাজারা। এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও ছিল তাঁদেরই দখলে। গাম্বিয়ার বিরুদ্ধেই এক ইনিংসে ২৭টি ছয় মারেন জিম্বাবোয়ে ব্যাটাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ স্কোর ২৯৭ রান। চলতি বছরই বাংলাদেশের বিরুদ্ধে ওই কীর্তি গড়েছিল টিম ইন্ডিয়া।
