সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে চমক! অবশেষে সমস্ত প্রতীক্ষা আর জল্পনার অবসান। ঘোষিত হল টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল। সেখানে বাদ পড়লেন শুভমান গিল। দলে আচমকা 'এন্ট্রি' নিলেন ঈশান কিষান। আগামী বছর ফেব্রুয়ারি মাসে দেশের মাটিতে কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধ। তার আগে বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া, প্রধান নির্বাচক অজিত আগরকর ও অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন, ভারতের ১৫ জনের স্কোয়াড। এই দলটাই আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। মনে করা হচ্ছিল, এই সিরিজের দলই মোটামুটি বিশ্বকাপে খেলবে। কিন্তু তাতে যে এরকম চমক থাকবে, তা কে জানত? যাঁকে এশিয়া কাপের আগে ফের সহ-অধিনায়ক করে দেওয়া হয়েছিল, সেই শুভমান গিলই বাদ! ফর্ম যে নেই সেটা বহুদিন ধরেই স্পষ্ট। কিন্তু তাও সহ-অধিনায়কের 'মর্যাদা' দিয়ে কেন এতদিন বয়ে বেড়ানো হল, সেটা একটা প্রশ্ন। সহ-অধিনায়ক পদে ফেরানো হয়েছে অক্ষর প্যাটেলকে।
চমকের এখানেই শেষ নয়। জিতেশ শর্মাকে সম্প্রতি 'ফিনিশার' হিসেবে দেখা হচ্ছিল। তিনিও বাদ। বরং ভারতীয় ক্রিকেটে যিনি 'ফিনিশার' হিসেবে তুলনায় বেশি পরিচিত, সেই রিঙ্কু সিং দলে জায়গা পেলেন। তাহলে দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে কেন সুযোগ দেওয়া হয়নি, সেটাও প্রশ্ন। তবে সবচেয়ে বড় চমক ঈশান কিষান। সৈয়দ মুস্তাক আলিতে ৫১৭ রান করেছেন। স্ট্রাইক রেট প্রায় ২০০। ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে ৫১ বলের সেঞ্চুরিতে ঝাড়খণ্ডকে প্রথম জাতীয় স্তরের টি-টোয়েন্টি খেতাব জিততে সাহায্য করেছেন। ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৩-র নভেম্বর মাসে। অর্থাৎ দু'বছর পর জাতীয় দলে ফিরলেন, তাও একেবারে বিশ্বকাপে। আর গিল না থাকায় একটা বিষয় পরিষ্কার। সঞ্জু স্যামসনকেই ওপেন করতে দেখা যাবে। ফর্মের বিচারে যদি গিল বাদ যান, তাহলে সূর্যকুমার কি শুধু অধিনায়ক বলেই খেলছেন? সেই কথাও উঠছে।
টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), ঈশান কিষান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।
আগামী বছর টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ। ভারতের অভিযান ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আমেরিকার বিরুদ্ধে। আর বহু প্রতীক্ষিত ভারত-পাক মহারণ হবে ১৫ ফেব্রুয়ারি। তবে ভারতের মাটিতে নয়, সেটা হবে শ্রীলঙ্কার কলম্বোয়। হাইব্রিড মডেলের কারণে পাকিস্তান ভারতে আসবে না। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারও সূর্যকুমার যাদবরা সহজ গ্রুপে রয়েছেন। যেখানে পাকিস্তান ছাড়া আছে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ ১২ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।
