shono
Advertisement
BCCI

কর্মীদের দৈনিক ভাতা কমিয়ে দিল বিসিসিআই, কী কারণে এত 'কড়া' হতে হল বোর্ডকে?

কর্মীদের জন্য একটা স্পষ্ট নির্দেশিকা স্থির করে দিয়েছে বিসিসিআই।
Published By: Prasenjit DuttaPosted: 09:19 PM Jun 15, 2025Updated: 09:19 PM Jun 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মী‌দের দৈনিক ভাতা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিতে হল বিসিসিআই'কে? বোর্ড সূত্রের খবর, অন্যায্যভাবে বেশ কিছু কর্মী নাকি ভাতা বাড়ানোর চেষ্টা করছিলেন। কঠিন হাতে তা দমনের উদ্দেশে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

Advertisement

এই বিষয়ে বিভিন্ন বিভাগের কর্মীদের জন্য একটি নির্দিষ্ট নীতিমালাও স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই। বোর্ডের অন্দরে নানান বিতর্কের পর সেই নীতিমালা সংশোধিত হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে বড় কোনও টুর্নামেন্ট চলাকালীন পর্দার আড়ালে কাজ করা কর্মীদের জন্য একটা স্পষ্ট নির্দেশিকা স্থির করে দিয়েছে বিসিসিআই।

কী বলা হয়েছে সেই নির্দেশিকায়? বিসিসিআই ভ্রমণ নীতি অনুসারে, কর্মীদের স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য (চার দিন পর্যন্ত) ১৫,০০০ টাকা এবং দীর্ঘ ভ্রমণের জন্য ১০,০০০ টাকা দেওয়া হয়। অর্থাৎ, কোনও ব্যক্তি যদি আইপিএলের ৭০ দিন যাতায়াত করেন, তাহলে ১০ হাজার টাকার হিসেবে তিনি পাবেন ৭ লক্ষ টাকা। জানুয়ারি থেকে সেই টাকা বকেয়া রয়েছে। যদিও নতুন নির্দেশিকা প্রকাশের পর কর্মীদের সেই টাকা মিটিয়ে দেওয়া হবে। 

অন্যদিকে, বিদেশযাত্রার ক্ষেত্রে কর্মীরা দৈনিক পাবেন ৩০০ ডলার করে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৬ হাজার টাকা। ভারতীয় বোর্ডের বড় পদে থাকা ব্যক্তিত্বরা বিদেশযাত্রা করলে দৈনিক পাবেন ৮৬ হাজার টাকা। তাছাড়া জানা গিয়েছে, কিছু কর্মী বিসিসিআইয়ের সদর দপ্তরে বসেও তাঁরা দৈনিক ভাতা চাইতেন। যদিও এবার তা বন্ধ হতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • র্মী‌দের দৈনিক ভাতা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
  • ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিতে হল বিসিসিআই'কে?
  • বোর্ড সূত্রের খবর, অন্যায্যভাবে বেশ কিছু কর্মী নাকি ভাতা বাড়ানোর চেষ্টা করছিলেন।
Advertisement