shono
Advertisement

Breaking News

bcci

'পছন্দের পিচ' বিতর্কে এবার আসরে বোর্ডও! ফ্র্যাঞ্চাইজিদের কড়া বার্তা দেওয়ার পথে বিসিসিআই?

চলতি আইপিএলে ১০ দলের ক্রিকেটযুদ্ধকে ছাপিয়ে গিয়েছে পিচ বিতর্ক।
Published By: Anwesha AdhikaryPosted: 06:46 PM Apr 03, 2025Updated: 06:46 PM Apr 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে ১০ দলের ক্রিকেটযুদ্ধকে ছাপিয়ে গিয়েছে পিচ বিতর্ক। কলকাতা থেকে লখনউ, পছন্দের পিচ মেলেনি বলে সরব হয়েছে একাধিক দল। এহেন পরিস্থিতিতে নাকি ফ্র্যাঞ্চাইজিগুলিকে কড়া বার্তা দিয়েছে বোর্ড। সূত্রের খবর, কিছুটা পিচ কিউরেটরদের পক্ষেই থাকছে বোর্ড।

Advertisement

ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ধরাশায়ী হওয়ার পরেই পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। তারপর থেকেই কার্যত যুদ্ধ শুরু হয়ে যায় ইডেনের ২২ গজ ঘিরে। কেকেআরের পর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর জাহির খানও প্রশ্ন তোলেন একানা স্টেডিয়ামের পিচ নিয়ে। এহেন পরিস্থিতিতে বিসিসিআই নাকি বার্তা দিয়েছে আইপিএলের ১০ দলকে। যদিও সরকারিভাবে এই নিয়ে বোর্ডের তরফে কিছু জানানো হয়নি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বোর্ডের তরফে যোগাযোগ করা হয়েছে। বোর্ডের এক আধিকারিকের কথায়, "আইপিএলে এখনও পর্যন্ত পিচ যথেষ্ট ভালো। তবুও দলগুলো চাইছে যেন বোলাররা পিচ থেকে সাহায্য পান। কিন্তু তার জন্য ফ্র্যাঞ্চাইজিদের সঠিকভাবে আলোচনা করতে হবে কিউরেটরদের সঙ্গে। বিসিসিআইয়ের গাইডলাইন অনুযায়ী, পিচে কিছুটা ঘাস থাকা দরকার যেন গোটা টুর্নামেন্টজুড়ে সেখানে খেলা যায়।"

প্রসঙ্গত, কেকেআরের দাবি মেনে ইডেন পিচে জল দেওয়া কমিয়ে দেওয়া হয়েছে। যার অর্থ হল, বল টার্ন করানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। পিচটাকে দেখেও বিস্ময়কর লাগল, সাধারণত ইডেন পিচে ঘাস থাকে। দুটো পিচ পাশাপাশি তৈরি করে রাখা রয়েছে দেখা গেল। একটা সামান্য ঘাস রয়েছে। আর একটা ফ্যটাফ্যাটে সাদা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পছন্দের পিচে কেমন খেলবে কেকেআর? হিতে বিপরীত হবে না তো? ম্যাচের আগে ঘোরাফেরা করছে হাজারো প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ধরাশায়ী হওয়ার পরেই পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে।
  • সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বোর্ডের তরফে যোগাযোগ করা হয়েছে।
  • কেকেআরের দাবি মেনে ইডেন পিচে জল দেওয়া কমিয়ে দেওয়া হয়েছে। যার অর্থ হল, বল টার্ন করানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে।
Advertisement