সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডে কঠিন পরীক্ষায় শুভমান গিলের নেতৃত্বাধীন তরুণ টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মা ও বিরাট কোহলির অভাব কি অনুভব করছে বিসিসিআই? সেই নিয়ে নিয়ে মুখ খুললেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল।
ইংল্যান্ড সিরিজের আগেই টেস্ট থেকে সরে দাঁড়ান দুই মহাতারকা। যা নিয়ে জলঘোলা কম হয়নি। রাজীব বলছেন, "একটা কথা পরিষ্কার করে জানাতে চাই। আমরা সবাই রোহিত আর বিরাটের অভাব অনুভব করছি। কিন্তু এই সিদ্ধান্তটা ওরা নিজেরা নিয়েছে। বিসিসিআইয়ের নীতি হল, আমরা কখনও কোনও প্লেয়ারকে কোনও ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা বলি না। সেটা ওই প্লেয়ারদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ওরাও তাই করেছে।"
অর্থাৎ, রাজীব প্রায় স্পষ্টই জানিয়ে দিলেন, রোহিত-বিরাটের অবসরে বোর্ডের কোনও ভূমিকাই নেই। ফলে তাঁদের ফেরানোর কোনও পরিকল্পনা বোর্ডের নেই। কিন্তু সেই সঙ্গে আরও একটা প্রশ্ন উঠছে। ২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপ। রোহিত-বিরাট দুজনেই সেখানে খেলতে চান। এর মধ্যেই জানা যাচ্ছে, ওয়ানডেতেও শুভমান গিলের উপর ভরসা করতে চান কোচ গৌতম গম্ভীর। সেক্ষেত্রে দুজনের ওয়ানডে কেরিয়ারও কি শেষের পথে?
যা নিয়ে রাজীব বলছেন, "আমরা সব সময় ওদের অভাব অনুভব করব। কিন্তু আমাদের জন্য ভালো খবর এটাই যে, ওয়ানডেতে ওদের দেখা যাবে।" ফলে সব ঠিক থাকলে দুই মহাতারকাকে ২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে। সেটা তো ইংল্যান্ডে টেস্ট সিরিজেও দেখতে পাওয়ার কথা ছিল। ওয়ানডেতেও সেরকম কিছু অঘটন ঘটবে না তো?"
