সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায়ই নাকি মেসেজ করতেন সূর্যকুমার যাদব! সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন বলিউডের বোল্ড অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়। যিনি প্রায়ই শিরোনামে আসেন খোলামেলা পোশাক পরার সৌজন্যে। দু'জনের মধ্যে কি রোম্যান্টিক সম্পর্ক ছিল? সেই নিয়েও এবার মুখ খুললেন বঙ্গকন্যা।
সম্প্রতি খুশিকে প্রশ্ন করা হয়, কোনও ক্রিকেটারের সঙ্গে প্রেম করবেন কি না? তাতে ‘বোল্ড’ বঙ্গকন্যা বলেন, “আমি কোনও ক্রিকেটারের সঙ্গে ডেট করতে চাই না। তবে অনেক ক্রিকেটারই আমার পিছনে পড়েছিল। সূর্যকুমার যাদব যেমন একসময় আমাকে খুব মেসেজ করত। এখন আমরা খুব বেশি কথা হয় না। আমি চাইও না কোনও ক্রিকেটারকে আর এর মধ্যে টানতে।” যাতে অনেকে রহস্যজনক গন্ধ পাচ্ছেন।
এদিকে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার ২০১৬ সাল থেকে বিবাহিত। দেবিশা শেট্টির সঙ্গে তাঁর সম্পর্ক শুরু ২০১০ সাল থেকে। তাহলে কি সম্পর্কে থাকাকালীনই খুশির সঙ্গে গল্পগুজব করতেন সূর্য? অবশ্য সূর্য এই ব্যাপারে কিছু জানাননি। আর খুশিও বলেননি সূর্য কী মেসেজ করতেন। এবার তাঁর দাবি সূর্যর সঙ্গে কোনও 'রোম্যান্টিক সম্পর্ক' ছিল না। বরং এক সংবাদমাধ্যমকে তিনি পালটা প্রশ্ন করেন, 'বন্ধু হিসেবে কি কথা বলা যায় না?'
সঙ্গে খুশির বক্তব্য, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাঁর আরও দাবি, পুরনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। ফলে সম্ভবত তিনি কোনও 'প্রমাণ' দিতে পারবেন না। খুশি যুক্তি দেন, সূর্যর সঙ্গে আগে বন্ধু হিসেবে কথা বলতেন। তবে এখন কোনও যোগাযোগ নেই। একটি ম্যাচে হারের পর সূর্য তাঁর সঙ্গে কথা বলেন। তবে খুশি চান না, এই নিয়ে বিতর্ক বাড়ুক। ভারতীয় দল ও সূর্যকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ধারাবাহিক, সিনেমায় ছোটখাট পার্শ্বচরিত্রে অভিনয় করলেও খুশি পরিচিত পান রিয়ালিটি শো ‘স্পিটস ভিলা’র দৌলতেই। আদতে কলকাতার কন্যা। মুম্বইতে পড়তে গিয়েই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে পরিচয়। দক্ষিণী ইন্ড্রাস্টিতে সিনেমা অভিনয় শুরু হলেও সেভাবে ছাপ ফেলতে পারেননি। তার পর বেশ কিছু হিন্দি ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে পায়ের তলায় মাটি শক্ত হয়নি। বরং সবচেয়ে চর্চায় এসেছেন প্যান্টিহীন পোশাক পরে প্রকাশ্যে ঘুরেই।
মাস কয়েক আগেই প্যান্টি ছাড়া কোমর পর্যন্ত চেরা এক পোশাক পরে বেরিয়ে ফটোশিকারিদের লেন্সবন্দি হয়েছিলেন খুশি মুখোপাধ্যায়। এক ক্যাফের বাইরে দাঁড়িয়ে যখন পোজ দিচ্ছিলেন, তখন হাওয়ায় তাঁর পোশাক বেসামাল হয়ে গোপনাঙ্গ দেখার জোগাড় হয়েছিল!
