সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে সদ্য চুনকাম হয়েছে রোহিত শর্মার ভারত। অস্ট্রেলিয়ার দুই প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট এবং ডেভিড ওয়ার্নার মনে করেন যে, আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) সেই হারের প্রভাব ভারতীয় টিমের উপর পড়বে অবশ্যই। কিন্তু তাই বলে ভারতকে হালকা ভাবে নিলে ভুল হবে। কারণ, ভারত যতই দেশের মাঠে নিউজিল্যান্ডের কাছে হারুক না কেন, তাদের হারানো মোটেও সহজ নয়।
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ফলে টেস্ট সিরিজ হেরেছে ভারত। যা ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্ন প্রায় ধূলিসাৎ করে দিয়েছে। ফক্স স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার অ্যাডাম গিলক্রিস্ট বলে দেন, ‘‘আমার তো মনে হয়, নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হারের প্রভাব প্রবল ভাবে পড়বে ভারতীয় টিমে। কিন্তু তাই বলে ভারতকে যে হেলায় হারিয়ে দেওয়া সম্ভব, সেটাও আমি মনে করি না। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে, শেষ কবে দেশের মাটিতে ভারত ক্লিন সুইপ হয়েছে, মনে করতে পারছি না। ক্লিন সুইপ ছেড়ে দিলাম। শেষ বার কবে ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল, সেটাই মনে করতে পারছি না। যা ওদের দলের অন্দরে প্রশ্ন তুলে দেবে।’’
ওয়ার্নার আবার ব্যাগি গ্রিন ব্যাটারদের জশপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজকে আক্রমণ করার কথা আগাম বলে রেখেছেন। ওয়ার্নার বলেছেন, ‘‘ভারতের সিরিজ হারে লাভ হবে অস্ট্রেলিয়ার। মনে রাখতে হবে, ভারত ০-৩ হেরে খেলতে আসছে আমাদের দেশে। অস্ট্রেলিয়ার হাতে তিন জন সেরা ফাস্ট বোলার আছে। একজন বিশ্বমানের স্পিনার আছে। আমি যদি ভারতীয় ব্যাটিং লাইন আপে থাকতাম, তা হলে নার্ভাস হয়ে পড়তাম।’’ এখানেই না থেমে ওয়ার্নার আরও বলেছেন, ‘‘তবে অস্ট্রেলিয়া টপ অর্ডারকে রান করতে হবে বুমরাহ-সিরাজের বিরুদ্ধে। ওদের যদি আক্রমণ করা যায়, তা হলে স্কোরবোর্ডে বড় রান তোলা সম্ভব।’’