সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে (Border Gavaskar Trophy) জিতে বর্ডার গাভাসকর ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হচ্ছে শেষ টেস্ট। কিন্তু সেখানে কি খেলবেন মিচেল স্টার্ক? মেলবোর্নে প্রথম ইনিংসের পরই অজি বোলারের চোট নিয়ে আতঙ্ক তৈরি হয়। যদিও দ্বিতীয় ইনিংসে বল করেছিলেন। স্টার্কের চোটের অবস্থা জানালেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
ভারতের প্রথম ইনিংসে কোনও উইকেট তুলতে পারেননি স্টার্ক। তারপরই জানা যায়, পিঠে চোট রয়েছে কামিন্সের। দ্বিতীয় ইনিংসে অবশ্য কোহলির গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন তিনি। ১৬ ওভার বলও করেন। ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিও তুলতে সমস্যা হয়নি। চারটি টেস্টে ১৫টি উইকেট তুলে নিয়েছেন স্টার্ক।
তবে চোট থেকে পুরোপুরি মুক্ত নন স্টার্ক। কিন্তু সিডনিতে কি খেলবেন? ম্যাকডোনাল্ড বলছেন, "এটা ঠিক যে স্টার্কের কোনও একটা সমস্যা আছে। সেটা আমরা পরে দেখব। কিন্তু তার বাইরে, খুব বড়সড় চোট পেয়েছে বলে তো মনে হয় না। যদিও পুরোপুরি সুস্থ হয়ে ওঠাটা দরকার। অন্যান্যবার যেরকম করি, এবারও সেরকম করব। সিডনির মাঠ কী অবস্থায় আছে, সেটা বুঝে আমরা সিদ্ধান্ত নেব দল কীরকম হবে।"
সেই সঙ্গে অস্ট্রেলিয়ার কোচ বলছেন, "আগের দিন বল করার সময় স্টার্কের সমস্যা ছিল। কিন্তু অনুশীলনের পর আর কোনও সমস্যা হয়নি। যথেষ্ট গতিতে বল করেছে।" এমনিতে চোটের জন্য ছিটকে গিয়েছেন জস হ্যাজেলউড। তবে অস্ট্রেলিয়ার হাতে শন অ্যাবট ও ঝাই রিচার্ডসনের মতো বিকল্প আছে। চলতি সিরিজে স্টার্ক বারবার চাপে ফেলেছেন ভারতের ব্যাটারদের। সিডনিতে মরণবাঁচন ম্যাচে স্টার্ক না থাকলে সুবিধা পেতে পারেন রোহিত-বিরাটরা। এবার দেখার স্টার্ককে নিয়ে অস্ট্রেলিয়া ঝুঁকি নেয় কিনা?