সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন টেস্টের (Border Gavaskar Trophy) চতুর্থ দিনের সকাল-সকাল নতুন নাটক। ভারত তখন ব্যাটিংয়ে। সেই সময় সিরাজের ক্যাচ নিয়ে প্যাট কামিন্স রিভিউয়ের আবেদন করলেও তা বাতিল করে দেন আম্পায়াররা। যা দেখে বিস্মিত অ্যাডাম গিলক্রিস্ট ও রবি শাস্ত্রীও। কিন্তু ইরফান পাঠান মনে করিয়ে দিচ্ছেন এটা ২০০৮ নয়।
ঠিক কী ঘটল মেলবোর্নে? ভারতের ইনিংসের তখন ১১৯ তম ওভার। কামিন্সের বল সিরাজের ব্যাটে লেগে চলে যায় দ্বিতীয় স্লিপে। স্টিভ স্মিথ তা ধরার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আউটের আবেদন করতে থাকেন। যদি মাঠের আম্পায়ার মাইকেল গফ নিশ্চিত ছিলেন না সেটা ক্যাচ হয়েছে কিনা। তিনি তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতকে রিপ্লে দেখার অনুরোধ করেন। তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন সেটা ক্যাচ নয়। বরং স্মিথ বল ধরার আগেই তা মাটি ছুঁয়েছে।
তারপর শুরু হয় নতুন নাটক। আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি কামিন্স রিভিউয়ের আবেদন করেন। কিন্তু তাতে সাড়া দেননি গফ ও আরেক আম্পায়ার জোয়েল উইলসন। তাঁদের বক্তব্য, তৃতীয় আম্পায়ার যেহেতু রিপ্লে দেখে সিদ্ধান্ত নিয়েছেন, তাই নতুন করে রিভিউ নেওয়ার প্রয়োজন নেই। অথচ অস্ট্রেলিয়ার কাছে রিভিউ বেঁচে ছিল। কিন্তু তারপরও আম্পায়াররা অস্ট্রেলিয়ার আবেদনে সাড়া দেননি।
আম্পায়ারদের ভূমিকায় অসন্তুষ্ট দুই ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট ও রবি শাস্ত্রী। প্রাক্তন অজি ক্রিকেটার গিলক্রিস্ট বলেন, "এরকম ঘটনা কোনওদিন দেখিনি। আমার মতে ঘটনাটা আরও কাছের থেকে দেখা উচিত ছিল।" অন্যদিকে শাস্ত্রী বলেন, "আম্পায়ারের বক্তব্য, ব্যাটে লেগে বল মাটি ছুঁয়েছে। সিদ্ধান্তটা খুব তাড়াতাড়ি নেওয়া হয়েছে। মাত্র দুটো রিপ্লে দেখেই কীভাবে সিদ্ধান্ত নেওয়া হল!" কিন্তু পালটা দিয়েছেন ইরফান পাঠান। তাঁর বক্তব্য, "অস্ট্রেলিয়ার মনে হচ্ছে এটা ২০০৮ সাল। কিন্তু এটা ২০০৮ নয়।"