নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরদিনই সেখানে সভা করে তীব্র ধর্মীয় মেরুকরণের রাস্তায় হাঁটার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালিতে হিন্দু ভোট একত্রিত করতে বামপন্থীদেরও আবেদন করেন শুভেন্দু। বামেদের উদ্দেশে তিনি বলেন, "একটা সংখ্যালঘু ভোট তো আনতে পারেন না। হিন্দু ভোট কেটে নেন আপনারা, করুন না লাল ঝাণ্ডা। আমরা ক্ষমতায় এলে আপনারা (সিপিএম) পঞ্চায়েতে দাঁড়াতে পারবেন।"
সন্দেশখালিতে রাজনৈতিক ভাবে তৃণমূলকে আটকাতে ব্যর্থ হয়েই মেরুকরণের রাস্তায় হাঁটতে চাইছে বিজেপি, মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দু এদিনের সভায় ধর্মীয় মেরুকরণের বার্তা দিতে গিয়ে সন্দেশখালিতে তাঁর একটি ভাড়া বাড়ি রয়েছে বলেও জানান। বলেন, সেখান থেকে গীতা বিলি করা হবে। সেটা হবে গীতা বিলি করার সেন্টার। সেখানে মাসে একবার করে তিনি আসবেন।
বিশেষজ্ঞদের একটি মহলের দাবি, সন্দেশখালি ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার করতে গিয়ে বিজেপির মিথ্যা কৌশল আগেই ফাঁস হয়ে গিয়েছিল। গত লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে গো হারা হারতে হয় গেরুয়া শিবিরকে। তাই এবার সন্দেশখালিতে তীব্র ধর্মীয় মেরুকরণের রাস্তায় হাঁটতে চেয়েছেন বিরোধী দলনেতা।
এদিন মমতার পাশাপাশি সিপিএম নেতৃত্বকেও নিশানা করেন শুভেন্দু। তিনি নিজেকে সন্দেশখালির কুটুম বলেও দাবি করেন। বলেন, "আমি সন্দেশখালির কুটুম। এখানকার মানুষের অবস্থা ভালো নয়। বাম আমলে কুড়ি হাজার টাকা করে ঋণ ছিল। এখন ঋণ হয়েছে মাথা পিছু ৫৯ হাজার টাকা করে।" বিরোধী দলনেতা আরও বলেন, "নন্দীগ্রামে আমি জিতেছি। আমার ভাইকে জিতিয়েছি কাঁথিতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে তমলুকে জিতিয়েছি। সন্দেশখালি যে পথ দেখিয়েছে, আগামী দিন পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটবে।" শুভেন্দুর হুমকি, বদলা নেব। আইন মেনে বদলা নেব।