shono
Advertisement

Breaking News

Election Commission

অবসরে মুখ্য নির্বাচনী আধিকারিক, অস্থায়ী দায়িত্বে দিব্যেন্দু, খবর কমিশন সূত্রে

মঙ্গলবার অবসর নিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
Published By: Kishore GhoshPosted: 10:09 PM Dec 31, 2024Updated: 10:33 PM Dec 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) পদ থেকে অবসর নিয়েছেন আরিজ আফতাব। ওই পদে এখনও পর্যন্ত নবান্ন কোনও নাম না পাঠানোয় অস্থায়ী দায়িত্ব দেওয়া হল দিব্যেন্দু দাসকে। যিনি এতদিন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে কাজ করছিলেন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যতক্ষণ না স্থায়ী নিয়োগ হচ্ছে, ততদিন অবধি এই দায়িত্ব সামলাবেন দিব্য়েন্দু।

Advertisement

লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরীকে দায়িত্ব থেকে সরায় নির্বাচন কমিশন। তাঁর জায়গায় গত ৫ এপ্রিল দায়িত্বে পান দিব্যেন্দু দাস। তাঁকেই এবার অস্থায়ী মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলাতে হবে। উল্লেখ্য, মঙ্গলবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে অবসর নিয়েছেন আরিজ আফতাব। পরিবর্তে এখনও কোনও প্যানেল পাঠায়নি নবান্ন। এই পরিস্থিতিতে অস্থায়ী দায়িত্ব পেলেন দিব্যেন্দু।

প্রোটোকল অনুয়ায়ী সিইও পদের জন্য এক বা একাধিক নামের প্যানেল পাঠাতে হয় রাজ্যকে। তাঁদের মধ্যে থেকে একজনকে মনোনীত করে নির্বাচন কমিশন। উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে দায়িত্ব নেন আরিজ আফতাব। ওই পদে প্রায় আট বছর থাকার পর অবসর নিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরীকে দায়িত্ব থেকে সরায় নির্বাচন কমিশন।
  • ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে দায়িত্ব নেন আরিজ আফতাব।
Advertisement