সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেডে দিনরাতের টেস্টের শুরুটা একেবারেই ভালো হল না মহম্মদ সিরাজের। একে তো বল হাতে তাঁকে প্রভাবহীন দেখাচ্ছে। তার উপরে আবার ভারতীয় পেসারের কপালে ঝুলছে আইসিসির শাস্তির খড়্গ। প্রথম দিনের খেলায় অজি ব্যাটার লাবুশেনকে লক্ষ্য করে বিপজ্জনকভাবে বল ছোঁড়ায় শাস্তি পেতে হতে পারে সিরাজকে।
ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময়। দিন-রাতের টেস্টে ২৫তম ওভারে বল করছিলেন সিরাজ। উলটো দিকে ছিলেন লাবুশেন। আচমকাই লাবুশেন ক্রিজ থেকে বেরিয়ে যান। আসলে সাইটস্ক্রিনের ধার দিয়ে এক ব্যক্তি অনেকগুলো বিয়ারের গ্লাস নিয়ে যাচ্ছিলেন। একটার উপর একটা রাখায় তা দেখতে অনেকটা সাপের মতো দেখায়। যে কারণে একে বিয়ার স্নেকও বলা হয়। তাতেই কিছুটা বিভ্রান্ত হয়ে সরে দাঁড়ান লাবুশেন। উলটো দিক থেকে সেটা বোঝার উপায় ছিল না সিরাজের। লাবুশেন সরে দাঁড়ানোয় ভারতীয় পেসার বিরক্ত হন। আচমকা তিনি বল ছুঁড়ে বসেন লাবুশেনকে লক্ষ্য করে।
তখন বিষয়টা বেশিদুর এগোয়নি। কিন্তু এখন শোনা যাচ্ছে সিরাজকে শাস্তি পেতে হতে পারে। ম্যাচ রেফারি ব্যাপারটা দেখছেন। আসলে আইসিসির নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি এভাবে অন্য কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল এমনকী সমর্থকদের দিকে বল বা অন্য কোনও ক্রিকেটীয় সামগ্রী ছুড়ে দেন, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। হ্যাঁ ফিল্ডার বা বোলার যদি ফিল্ডিং করে উইকেটে বল মারার উদ্দেশে বল ছোড়েন তাহলে তিনি শাস্তির আওতায় পড়বেন না। তবে সেটা যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনও ক্রিকেটারকে আঘাত করার উদ্দেশে ছোড়া হয়, তাহলেও শাস্তি পেতে হবে। এক্ষেত্রে অপরাধ নির্ধারিত হয়, বল ছোড়ার গতি, অভিমুখ এবং পরিস্থিতি বিচার করে।
আইসিসির নিয়মে বলা হয়েছে, বল ছোড়া যদি ইচ্ছাকৃতভাবে, বেপরোয়া এবং ফিল্ডিং করার উদ্দেশ্য ছাড়া হয়ে থাকে, তাহলে অভিযুক্ত ক্রিকেটারকে আইসিসির লেভেল ওয়ান অফেন্সে দোষী হিসাবে গণ্য করা হবে। সিরাজেরও এই অভিযোগে বিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।