shono
Advertisement

Breaking News

Rohit Sharma

'সম্মানের সঙ্গে অবসর নিন', অ্যাডিলেডে ব্যর্থ হতেই নেটিজেনদের তোপের মুখে রোহিত শর্মা

তরুণদের জায়গা ছেড়ে দেওয়ার পরামর্শ বিরাট কোহলিকেও।
Published By: Arpan DasPosted: 09:21 PM Dec 07, 2024Updated: 09:21 PM Dec 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেএল রাহুলকে ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিয়ে ছয় নম্বরে নেমে এসেছেন তিনি। অ্যাডিলেড টেস্ট শুরুর আগে নিঃস্বার্থ নেতৃত্বের জন্য প্রশংসিত হয়েছেন রোহিত শর্মা। কিন্তু তাতে ফর্মে ফেরা হল না। পিঙ্ক বল টেস্টের দুই ইনিংসে তাঁর সংগ্রহ ৩ ও ৬। তার পরই সোশাল মিডিয়া সোচ্চার, টেস্ট থেকে অবসর নেওয়া উচিত রোহিতের।

Advertisement

পারথ টেস্টে বুমরাহর নেতৃত্বে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু অ্যাডিলেডে যে হার এড়ানো কঠিন, তা ইতিমধ্যেই পরিষ্কার। চূড়ান্ত ডুবিয়েছে ব্যাটিং অর্ডার। দুই ইনিংসেই রান পাননি বিরাট কোহলি। পিতৃত্বকালীন ছুটি থেকে ফিরে এসে একই অবস্থা রোহিত শর্মারও। আর শুধু অ্যাডিলেড টেস্টে কেন, তার আগের ছবিটাও ভয়াবহ।

রোহিতের শেষ টেস্ট সেঞ্চুরি এসেছে চলতি বছরের মার্চ মাসে, ইংল্যান্ডের বিরুদ্ধে। তার পর অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা হাফসেঞ্চুরি। এদিকে বছর ফুরোতে যায়। গত ৬টি টেস্টে তাঁর মোট রানসংখ্যা মাত্র ১৪২। আর অবশেষে অ্যাডিলেডের ব্যর্থতা। তার পর থেকেই নেটিজেনদের 'পরামর্শ', এবার টেস্ট থেকে অবসর নিক রোহিত।

কেউ বলছেন, এবার রজত পাতিদার, ঋতুরাজ গায়কোয়াড়দের মতো তরুণদের জন্য এবার জায়গা ছেড়ে দেওয়া উচিত। তাতে বরং রোহিতেরই সম্মান বাড়বে। অনেকে আবার তাঁদের 'আদর্শ' ক্রিকেটার রোহিতের দুরবস্থা দেখে ব্যথিত। সেক্ষেত্রে অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত বুমরাহকে। কেউ আবার রোহিতের সঙ্গে একই পরামর্শ দিচ্ছেন কোহলিকেও। তবে এর আগে দুই তারকা অফ ফর্ম থেকে ফিরে এসেছেন। এবার দেখার সেই কামব্যাক হয় কিনা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেএল রাহুলকে ওপেনিংয়ের জায়গা ছেড়ে দিয়ে ছয় নম্বরে নেমে এসেছেন তিনি।
  • অ্যাডিলেড টেস্ট শুরুর আগে নিঃস্বার্থ নেতৃত্বের জন্য প্রশংসিত হয়েছেন রোহিত শর্মা।
  • কিন্তু তাতে ফর্মে ফেরা হল না। পিঙ্ক বল টেস্টের দুই ইনিংসে তাঁর সংগ্রহ ৩ ও ৬।
Advertisement