সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন টেস্টে ভারতের প্রথম ইনিংসে বিশ্রীভাবে আউট হয়েছিলেন ঋষভ পন্থ। যা দেখে রেগে লাল হয়েছিলেন সুনীল গাভাসকর। ধারাভাষ্য চলাকালীন বলে বসেন, 'স্টুপিড, স্টুপিড, স্টুপিড'। যদিও গাভাসকরের বক্তব্যের সঙ্গে কোনওভাবেই একমত নন রবি শাস্ত্রী। বরং পন্থের পাশে দাঁড়াচ্ছেন ভারতের প্রাক্তন কোচ।
শাস্ত্রীর বক্তব্য, "এমন নয় যে, সব ইনিংসেই পন্থ এরকম শট খেলে। এর আগে ২-৩বার ভালো বলেও আউট হয়েছে। অ্যাডিলেডে যেমন আক্রমণাত্মক শট খেলে আউট হননি। দ্বিতীয় ইনিংসে স্টার্কের যে বলটায় ও ক্যাচ আউট হল, সেটাও যথেষ্ট ভালো ছিল। ফলে সবাইকে আমি বলব, একটু শান্ত হন। সব সময় ও উইকেট ছুড়ে আসে না।"
তবে সেই সঙ্গে পন্থকে পরামর্শও দিচ্ছেন ভারতের প্রাক্তন কোচ। তিনি বলছেন, "ব্যাটিংয়ে একটা জিনিস ওর বদলানোর সময় এসেছে। ওর একটা পরিচয় তৈরি হয়ে গিয়েছে যে, পন্থ এসেই চার মারবে। প্রতিপক্ষ ফিল্ডিং ছড়িয়ে দেবে। এবার প্রাপ্তমনস্কের মতো ভাবার সময় এসেছে। প্রয়োজনে এক রান নিয়ে কাজ চালাও।"
উল্লেখ্য, স্কট বোলান্ডের রাউন্ড দ্য উইকেট বলে পুল মারার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন পন্থ। সে যাত্রায় কোনওক্রমে বেঁচে গেলেও সেই ভুল থেকে শিক্ষা নেননি তিনি। কারণ সেই একই শট মারতে গিয়েই আউট হন। ২৮ রানেই ফেরেন প্যাভিলিয়নে। কামিন্স যে ডিপ ফাইন লেগ এবং ডিপ থার্ড ম্যানে ফিল্ডার সাজিয়ে ফেলেছেন, তা হয়তো খেয়ালই করেননি এই অভিজ্ঞ তারকা। আর সেই বিষয়টি দেখেই মেজাজ হারান গাভাসকর।
ধারাভাষ্য দিতে দিতেই বলে ওঠেন, “চূড়ান্ত বোকামি। দেখছ, দুজন ফিল্ডার আছে, তাতেও ওই শট মারছ! আগের শটটা মিস করে আবারও এক কাণ্ড ঘটাল। ডিপ থার্ড ম্যানের হাতে উইকেটটা তুলে দিয়ে এল। ভারত এখন যে পরিস্থিতিতে আছে, তাতে এটা একদমই চলে না। এটাকে স্বাভাবিক খেলা বলা যায় না। বলতে বাধ্য হচ্ছি যে এটা অত্যন্ত বোকা বোকা শট। দলকে চাপে ফেলে দেওয়া ছাড়া আর কিছুই না। ভারতীয় ড্রেসিংরুম নয়, এই ঘটনার পর ওর অন্য ড্রেসিংরুমে যাওয়া উচিত।”