shono
Advertisement
Border Gavaskar Trophy

সিডনিতে রোহিতকে 'বসানোর' সিদ্ধান্ত কার? দুরকম ব্যাখ্যা বুমরাহ-পন্থের

রোহিতের দলে না থাকা পন্থকে 'আবেগপ্রবণ' করে দিয়েছে।
Published By: Arpan DasPosted: 03:09 PM Jan 03, 2025Updated: 04:21 PM Jan 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিডনি টেস্টে (Border Gavaskar Trophy) খেলছেন না রোহিত শর্মা। ইঙ্গিত আগেই ছিল, দিনের শুরুতে বুমরাহ টস করতে আসায় জল্পনায় সিলমোহর পড়ে। বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম তথা শেষ টেস্টে কেন নেই রোহিত? তিনি কি বাদ পড়লেন নাকি বিশ্রামে? এই নিয়ে দুই ব্যাখ্যা দিলেন জশপ্রীত বুমরাহ ও ঋষভ পন্থ।

Advertisement

প্রথম দিনের শেষে সাংবাদিক সম্মেলনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ধেয়ে আসে পন্থের দিকে। তিনি বরং জানিয়ে দিলেন রোহিতকে সবাইকে 'নেতা' হিসেবে দেখেন। একই সঙ্গে রোহিত যে এই টেস্টে খেলছেন না, সেটা পন্থকে যথেষ্ট আবেগপ্রবণ করেছে। তিনি বলেন, "রোহিতের না থাকার সিদ্ধান্ত আমাদের যথেষ্ট আবেগপ্রবণ করে দিয়েছে। কারণ ও দীর্ঘদিন ধরে আমাদের অধিনায়ক। আমরা ওকে দলের নেতা হিসেবেই দেখি।"

কিন্তু কেন নেই রোহিত? ফর্ম নেই, নেতৃত্বও দিশাহীন। তাই কি বাদ পড়লেন? নাকি নিজেই বিশ্রামে? দিনের শুরুতে ভারত অধিনায়কের ব্লেজার পরে মাঠে নামেন বুমরাহ। টস পরিচালনার দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী। টসের পরে বেশ কয়েকটি প্রশ্ন করেন তিনি। কিন্তু রোহিতকে নিয়ে আলাদা করে কিছু প্রশ্ন করেননি। কথা প্রসঙ্গে বুমরাহ বলেন, “আমাদের ক্যাপ্টেন প্রকৃত নেতৃত্ব দেখিয়ে নিজেকে বিশ্রাম দিয়েছেন। দলের মধ্যে কতখানি একতা রয়েছে, এই সিদ্ধান্ত থেকেই সেটা বোঝা যায়।”

কিন্তু শেষবেলায় পন্থ জানিয়ে গেলেন, "কিছু সিদ্ধান্তে আমরা থাকতে পারি না। সেগুলো ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। ফলে এই সিদ্ধান্ত নিয়ে কী কথাবার্তা হয়েছে, আমি তার অংশ ছিলাম না। এর থেকে বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়।" অর্থাৎ পন্থের ব্যাখ্যা ভিন্ন। বুমরাহর বয়ান অনুযায়ী রোহিত নিজেই 'বিশ্রামে'। আর পন্থ বলছেন, 'ম্যানেজমেন্টের সিদ্ধান্ত'। দলের মধ্যে সব ঠিকঠাক আছে তো? প্রশ্ন ক্রিকেটমহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিডনি টেস্টে খেলছেন না রোহিত শর্মা।
  • ইঙ্গিত আগেই ছিল, দিনের শুরুতে বুমরাহ টস করতে আসায় জল্পনায় সিলমোহর পড়ে।
  • বুমরাহর বয়ান অনুযায়ী রোহিত নিজেই 'বিশ্রামে'। আর পন্থ বলছেন, 'ম্যানেজমেন্টের সিদ্ধান্ত'।
Advertisement