shono
Advertisement
Border Gavaskar Trophy

'সেই পুরনো গল্প', রোহিত-বিরাট ব্যর্থ হতেই খোঁচা নেটিজেনদের, ভারতকে টানছেন যশস্বীরা

ভারতকে ভরসা জোগাচ্ছে যশস্বী-পন্থের ব্যাট।
Published By: Arpan DasPosted: 08:51 AM Dec 30, 2024Updated: 09:13 AM Dec 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ব্যর্থ রোহিত শর্মা ও বিরাট কোহলি। মেলবোর্ন টেস্টে জিততে বা অন্তত ড্র করতে হলে দুই বর্ষীয়ান তারকার আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলেই মনে করছেন নেটিজেনরা। কিন্তু বাস্তবে রোহিত ফিরলেন ৯ রানে। আর বিরাট আউট হলেন ৫ রানে। 'এ তো সেই পুরনো গল্প', রোহিত-বিরাটের সমালোচনায় মুখর সোশাল মিডিয়া। ৩ উইকেট হারানোর পর ভারতকে টানছেন যশস্বী-পন্থরা। ইতিমধ্যেই হাফসেঞ্চুরি হয়ে গিয়েছে যশস্বীর। 

Advertisement

মেলবোর্নে চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৯ উইকেট হারিয়ে ২২৮। শেষ উইকেটে উঠেছিল ৫৫ রান। পঞ্চম দিনে অবশ্য সেটা আর বেশি দূর এগোয়নি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামে ২৩৪ রানে। ৫ উইকেট তোলেন জশপ্রীত বুমরাহ। তাতেও ভারতের জন্য ৩৪০ রানের বিরাট লক্ষ্য রাখল অজিরা। আর সেখানে ভারতের ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়। আশা করা গিয়েছিল, টানা ব্যর্থতা মুছে এদিন হয়তো জ্বলে উঠবেন রোহিত।

কিন্তু কোথায় কী? কামিন্সের বল চালাতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে এলেন ভারত অধিনায়ক। ফিরে গেলেন ব্যক্তিগত ৯ রানের মাথায়। ভারতের রান তখন ২৫। ওই ওভারেই কামিন্স আউট করলেন কেএল রাহুলকে। দুই উইকেট হারিয়ে তখন প্রবল চাপে ভারত। এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধারের দায়িত্ব যিনি নিতে পারতেন, সেই বিরাট কোহলিও ফিরলেন মাত্র ৫ রানে। আর সেই অফ স্ট্যাম্পের বলে খোঁচা দিয়ে। বলা যায় স্টার্ক তাঁকে রীতিমতো ফাঁদে ফেলে আউট করলেন।

একটি সেঞ্চুরি ছাড়া গোটা সিরিজে বিরাটের ফর্ম বলার মতো নয়। রোহিতের অবস্থা তো আরও খারাপ। লাঞ্চের সময়ই ৩৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারত। দলকে আপাতত টানছেন যশস্বী-পন্থের মতো তরুণরা। সিনিয়ররা কি আরও একটু দায়িত্বশীল হতে পারতেন না? প্রশ্ন তুলে নিজেরাই উত্তর দিচ্ছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, 'এ তো সেই পুরনো গল্প'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের ব্যর্থ রোহিত শর্মা ও বিরাট কোহলি।
  • মেলবোর্ন টেস্টে জিততে বা অন্তত ড্র করতে হলে দুই বর্ষীয়ান তারকার আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলেই মনে করছেন নেটিজেনরা।
  • কিন্তু বাস্তবে রোহিত ফিরলেন ৯ রানে। আর বিরাট আউট হলেন ৫ রানে। 'এ তো সেই পুরনো গল্প', রোহিত-বিরাটের সমালোচনায় মুখর সোশাল মিডিয়া।
Advertisement