সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশস্বী জয়সওয়াল কি আউট ছিলেন? বক্সিং ডে টেস্টে ভারতের হারের সঙ্গে ঘুরছে সেই আলোচনাও। মাঠের আম্পায়ার ও প্রযুক্তিকে উপেক্ষা করে নিজের মতামত জানিয়েছেন বাংলাদেশের থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। সেখানে তিনি আউট ঘোষণা করেন যশস্বীকে। তারপরই ভারতের হার একপ্রকার নিশ্চিত হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় এই বিতর্কে যশস্বী পাশে পাচ্ছেন না ভারত অধিনায়ককে!
ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে স্বাভাবিকভাবেই ধেয়ে আসে এই প্রশ্ন। সেখানে রোহিতের উত্তর, "দেখুন, আমি জানি না এই বিষয়ে কীভাবে মতামত দেওয়া উচিত। তবে এটা ঠিক যে, যন্ত্রে কিছু ধরা পড়েনি। কিন্তু খালি চোখে মনে হয়েছে, কিছুর সঙ্গে বলের স্পর্শ হয়েছে। টেকনোলজি ১০০ শতাংশ ঠিক নাও হতে পারে। যা মনে হল তাতে যশস্বী বল স্পর্শ করেছে। কিন্তু আমরা এটা নিয়ে খুব বেশি ভাবছি না। তবে আমারা কিছুটা দুর্ভাগ্যের শিকার হয়েছি।"
ঠিক কী ঘটেছে যশস্বীর আউটের সময়? প্যাট কামিন্সের বাউন্সার চালিয়ে খেলতে গিয়েছিলেন ভারতীয় ব্যাটার। তা মিস করলে চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। সঙ্গে সঙ্গে ক্যাচের আবেদন জানান কামিন্স। কিন্তু মাঠের আম্পায়ার তাতে কর্ণপাত করেননি। রিভিউ নিতে বিন্দুমাত্র দেরি করেননি অজি অধিনায়ক।
দীর্ঘক্ষণ রিভিউতে এটা পরিষ্কার যে ব্যাটের সঙ্গে বলের কোনও সংযোগ ঘটেনি। স্নিকোমিটারে বারবার করে দেখেও কোনও প্রমাণ পাওয়া যায়নি। তারপর বল ট্র্যাকিংও করেন বাংলাদেশি থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। সেখানে তাঁর মনে হয় বল যশস্বীর ব্যাটে লেগে দিক বদল করেছে। আউট দিয়ে দেন তিনি। আর প্রশ্ন তো সেখানেই। মাঠের আম্পায়ার যেখানে আউট দেননি এবং সিদ্ধান্ত যখন বিতর্কিত, তখন সিদ্ধান্ত ব্যাটারের পক্ষেই যাওয়া উচিত। তাছাড়া যান্ত্রিক প্রযুক্তিও তো আউট বলছে না। কিন্তু কার্যক্ষেত্রে আউট দিলেন বাংলাদেশের আম্পায়ার। ভারত যেটুকু লড়াই চালাচ্ছিল, সেটুকুও বন্ধ হয়ে যায়। কিন্তু অদম্য লড়াই সত্ত্বেও ম্যাচের শেষে অধিনায়ককে পাশে পাচ্ছেন না যশস্বী!