সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে লজ্জার নজির গড়লেন রোহিত শর্মা। এমনিতেই গোটা সিরিজ জুড়ে একেবারেই ছন্দে নেই। এমসিজি-তে পঞ্চম দিনের গুরুত্বপূর্ণ সময়ে আউট হলেন মাত্র ৯ রানে। প্যাট কামিন্সের বলে ফিরে গেলেন তিনি। টেস্ট ক্রিকেটে যে রোহিতের সময় ফুরিয়ে আসছে, তেমন ইঙ্গিত দিলেন রবি শাস্ত্রীও।
মেলবোর্নে জিততে হলে ভারতকে ৩৪০ রান করতে হবে। এই পরিস্থিতিতে ওপেন করতে নামেন যশস্বী ও রোহিত। কিন্তু এদিনও রান পেলেন না ভারত অধিনায়ক। কামিন্সের ফুল ডেলিভারি রোহিতের ব্যাটের কোণায় লেগে পৌঁছে যায় স্লিপে। সেখানে তালুবন্দি করেন মিচেল মার্শ। এই নিয়ে অজি অধিনায়কের বলে টেস্টে ৬বার আউট হলেন রোহিত। টেস্টে এক অধিনায়কের বলে আরেক অধিনায়কের এত বার আউট হওয়ার রেকর্ড আর কারওর নেই।
ইমরান খানের বলে ৫বার আউট হয়েছিলেন সুনীল গাভাসকর। তেমনই রিচি বেনাউডের বলেও ৫বার আউট হন টেড ডেক্সটার। আবার কপিল দেবের বলে ৪বার প্যাভিলিয়নে ফেরেন ক্লাইভ লয়েড। কিন্তু সেই রেকর্ড ছাপিয়ে গেলেন রোহিত।
এবার কি তাহলে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানো উচিত রোহিতের? রবি শাস্ত্রী বলছেন, "রোহিতের ক্ষেত্রে বলতে পারি, এটা সাবধানবাণী। টপ অর্ডারে ব্যাট করছে, অথচ পা সেভাবে নড়ছে না। বলের কাছে ওর ব্যাট সময়মতো পৌঁছচ্ছে না। ফলে সিরিজের শেষে কী হবে, সেটা এবার রোহিতেরই সিদ্ধান্ত নেওয়া উচিত।" তবে বিরাট কোহলি আরও তিন-চার বছর খেলবেন বলেন বিশ্বাস ভারতের প্রাক্তন কোচের। যদিও এদিন মাত্র ৫ রানে আউট হয়েছেন কোহলি।