সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) 'পালিয়ে গিয়েছেন' বলে খোঁচা দিয়েছিলেন সঞ্জয় মঞ্জরেকর। এবার প্রাক্তন ক্রিকেটারকে নাম না করে তুলোধোনা করলেন কিং কোহলির দাদা বিকাশ। সোশাল মিডিয়ায় তাঁর খোঁচা, বিরাটের সমালোচনা না করলে অনেকের খাবারটুকুও জোটে না।
গত বছর মে মাসে আচমকাই টেস্ট থেকে অবসর নেন বিরাট কোহলি। ক্রিকেটমহলের অনেকে মনে করেন, ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের চাপেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন বিরাট। উল্লেখ্য, আসলে একটা সময় জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ফ্যাভ ফোর হিসাবে পরিচিত ছিল। সেই চার তারকার মধ্যে একমাত্র বিরাট কোহলি অবসর নিয়েছেন। বাকি ৩ জনেই দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন।
এহেন পরিস্থিতিতে বিরাটকে তুলোধোনা করেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। তিনি নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বলেন, “জো রুট রোজ টেস্ট ক্রিকেটে নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। এখনই আমার বিরাটের জন্য কষ্ট হচ্ছে। ও টেস্ট থেকে পালিয়ে গেল। ৩১ বছর বয়স থেকেই বিরাটের টেস্ট ব্যাটিংয়ে সমস্যা হচ্ছিল। কিন্তু সেটার সমাধান খোঁজার জন্য আন্তরিক চেষ্টা করেনি।"
মঞ্জরেকরের এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছেন কোহলিভক্তদের অনেকেই। এবার সেই বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন বিরাটের দাদা বিকাশ। সোশাল মিডিয়ায় তিনি স্পষ্ট লিখেছেন, 'মনে হয় অনেকের ঘরে খাবার জোটে না, বিরাট কোহলির নামে কথা না বলে।' তবে কারোওর নাম উল্লেখ করেননি বিরাটের দাদা। কিন্তু নেটিজেনদের অনেকেই মনে করছেন, নাম না করলেও বিকাশের কটাক্ষ আসলে মঞ্জরেকরকে লক্ষ্য করেই।
