সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটা করে বাবর আজমকে (Babar Azam) কিনেছিল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল। কিন্তু সিডনি সিক্সার্সের হয়ে ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি। এবার মেলবোর্ন স্টারসের বিরুদ্ধে কোনও রকমে ১৪ রান করলেন। তাঁকে আউট করে রীতিমতো গর্জন করে উঠলেন অজি ক্রিকেটার মার্কাস স্টয়নিস (Marcus Stoinis)।
অফ ফর্মের ধারা অব্যাহত বাবর আজমের। পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ঠাঁই হয় না। তবু বিগ ব্যাশে নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল। কিন্তু সেখানে ধারাবাহিক ব্যর্থতা। দু'টি ম্যাচে হাফসেঞ্চুরি করলেও স্ট্রাইক রেট কহতব্য। বিগ ব্যাশে তাঁর পারফরম্যান্স যথাক্রমে ২, ৯, ৫৮, ২, ৫৮*, ২, ১৪। মেলবোর্ন স্টারসের বিরুদ্ধেও রান পেলেন না।
প্রথমে ব্যাট করে মেলবোর্ন তোলে মাত্র ১২৮ রান। অধিনায়ক স্টয়নিস ৩৩ রান করেন। ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল। সামনে অল্প রানের লক্ষ্য। ফলে বাবরের কাছে সুযোগ ছিল ফর্মে ফেরার। কিন্তু কোথায় কী? ১৭ বলে মাত্র ১৪ রানে স্টয়নিসের বলে এলবিডব্লু হন। তারপরই অজি তারকার গর্জন। তবে তাতে তাচ্ছিল্যের ভাব বেশি ছিল। রীতিমতো হাসতে হাসতে কিছু একটা বলেন বাবরকে। তবে স্টয়নিস কী বলেছেন, তা জানা যায়নি। আম্পায়ার আউট দেওয়ার পর বাবর রিভিউ নিতে চেয়েছিলেন। কিন্তু উলটো প্রান্তে থাকা জশ ফিলিপের সঙ্গে আলোচনার পর আর রিভিউ নেননি।
তবে শেষ পর্যন্ত মেলবোর্ন স্টারস জিততে পারেনি। মাত্র ১৭.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সিডনি সিক্সার্স। বাবরের আরেক সতীর্থ হ্যারিস রাউফও সমানভাবে ব্যর্থ। স্টারসের হয়ে ৩ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট তোলেন তিনি। উল্লেখ্য, বাবরকে দলে নেওয়ার সময় তাঁকে 'কিং' বলে সম্বোধন করেছিল সিক্সার্স।
