shono
Advertisement
New Zealand

জন্মভূমি ভারত, 'দেশে'র মাটিতেই পেয়েছেন বিরাট-রোহিতকে হারানোর রসদ! চর্চায় রজনীভক্ত কিউয়ি স্পিনার

থালাইভার মন্ত্রে ভর করেও সাফল্য আশা করছেন তরুণ তুর্কি।
Published By: Anwesha AdhikaryPosted: 03:30 PM Jan 09, 2026Updated: 04:20 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্ম ভারতে। এখন তিনি নিউজিল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার। রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিরুদ্ধে খেলতে নামবেন। তবে সেই যুদ্ধের আগে খাঁটি ভারতীয় অস্ত্রে ভরসা রাখছেন নিউজিল্যান্ডের তরুণ তুর্কি। সেই অস্ত্রের সঙ্গে আবার যোগ রয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের। সবমিলিয়ে, কিউয়ি স্পিনার আদিত্য অশোকের ভারতযোগ নিয়ে চর্চায় মজে ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজের নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সি আদিত্য। তামিলনাড়ুর ভেল্লোরে জন্ম হয় তাঁর। মাত্র চার বছর বয়সে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি দেন। সেখানে গিয়ে ক্রিকেটে হাতেখড়ি। এবার কিউয়িদের হয়ে জাতীয় দলে খেলছেন আদিত্য। মেন ইন ব্লুর বিরুদ্ধে খেলতে মুখিয়ে রয়েছেন এই তরুণ তুর্কি।

তবে নাগরিকত্ব ছাড়লেও ভারতকে ছেড়ে দেননি আদিত্য। তাঁর হাতে জ্বলজ্বল করছে রজনীকান্তের সিনেমার বিখ্যাত সংলাপ, 'এন ভাঝি ঠানি ভাঝি'। অর্থাৎ আমার পথ সকলের থেকে আলাদা। থালাইভার যে সিনেমায় এই সংলাপ ছিল, সেই সিনেমাটি আদিত্য দেখেছিলেন মৃত্যুশয্যায় থাকা ঠাকুরদার সঙ্গে। তাঁকে শ্রদ্ধা জানিয়ে নিজের হাতে রজনীকান্তের সংলাপ ট্যাটু করিয়ে রেখেছেন। গত বছর চেন্নাইয়ে এসে সিএসকের অ্যাকাডেমিতে অনুশীলনও করেছিলেন।

সব মিলিয়ে, ভারতের অভিজ্ঞতা কাজে লাগিয়েই বিরাট-রোহিতদের বিরুদ্ধে বাজিমাত করার স্বপ্ন দেখছেন ডানহাতি স্পিনার। ভারতে এসে আদিত্য শিখেছেন, কালো মাটি এবং লাল মাটি দিয়ে তৈরি পিচে কীভাবে বল কাজ করে। তরুণ তুর্কি বলছেন, "সামান্য যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেটা সঞ্চয় করে রাখতে চাই। প্রয়োজনের সময়ে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।" জন্মভূমি থেকেই নিজেকে বোলার হিসাবে আরও উন্নত করে তোলার শপথ নিচ্ছেন আদিত্য। ওয়ানডে সিরিজে খেলার সুযোগ পেলে চেন্নাই অ্যাকাডেমিতে পাওয়া সমস্ত পাঠ কাজে লাগাবেন, জানিয়ে দিলেন তরুণ তুর্কি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
  • নাগরিকত্ব ছাড়লেও ভারতকে ছেড়ে দেননি আদিত্য। তাঁর হাতে জ্বলজ্বল করছে রজনীকান্তের সিনেমার বিখ্যাত সংলাপ, 'এন ভাঝি ঠানি ভাঝি'।
  • ভারতের অভিজ্ঞতা কাজে লাগিয়েই বিরাট-রোহিতদের বিরুদ্ধে বাজিমাত করার স্বপ্ন দেখছেন ডানহাতি স্পিনার।
Advertisement