সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদকে চ্যালেঞ্জ জানাতে তৈরি মুম্বই। এবার এক লক্ষ দর্শকাসনের স্টেডিয়াম গড়ে তুলতে চায় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। মহারাষ্ট্র সরকারের অনুমতির অপেক্ষা করছিল তারা। এবার সেই অনুমতিও মিলল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস জানিয়েছেন, স্টেডিয়াম তৈরিতে জমি দিতে রাজি সরকার। এই খবরে রীতিমতো উচ্ছ্বসিত মুম্বইয়ের ক্রিকেটপ্রেমীরা। ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন এবং ডিওয়াই পাতিলের পর আরও একটি ক্রিকেট স্টেডিয়াম পেতে চলেছে মুম্বই।
রোহিত শর্মা, অজিত ওয়াদেকর এবং শরদ পাওয়ার স্ট্যান্ডের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফড়ণবিস বলেন, "অনেকেই বলত 'হোম অফ ক্রিকেট' হল লর্ডস। কিন্তু ক্রিকেটের আসল 'হোম' ওয়াংখেড়ে স্টেডিয়াম। কারণ স্বয়ং ঈশ্বর থাকেন এখানে। ক্রিকেটের ঈশ্বর শচীন তেণ্ডুলকরের মূর্তি এই স্টেডিয়ামেই রয়েছে।"
তাঁর সংযোজন, "আমরা ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর উদযাপন করেছি। আগামী ৫০ বছরে এই স্টেডিয়ামই হবে সবচেয়ে আইকনিক স্টেডিয়াম। অতীতে (প্রাক্তন এমসিএ সভাপতি অমল কালে) এবং অজিঙ্ক নায়েক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরা জানিয়েছিল, আমাদের একটি এক লক্ষ ধারণক্ষমতার স্টেডিয়াম থাকা দরকার। আমি অজিঙ্ককে বলছি, আপনি যদি এই প্রস্তাব দেন, তাহলে মহারাষ্ট্র সরকার অবশ্যই জমি দেবে।"
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কথায়, "চার বছর পর শতবর্ষ পূরণ হচ্ছে এমসিএ'র। আশা করব এই সময়ের মধ্যে নতুন স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। এর জন্য যা যা প্রয়োজন হবে, মহারাষ্ট্র সরকার তা দিতে প্রস্তুত।" জানা গিয়েছে, ওয়াংখেড়ে থেকে ৬৮ কিমি দূরে গড়ে উঠবে এই স্টেডিয়াম। সেখানে ১ লক্ষ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। অর্থাৎ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিসেবে এই স্টেডিয়াম গড়ে উঠতে চলেছে। প্রসঙ্গত, ১ লক্ষ ৩২ হাজার ধারণক্ষমতা নরেন্দ্র মোদি স্টেডিয়ামের।
