shono
Advertisement
Champions Trophy 2025

পুরস্কার বিতরণী মঞ্চে কেন নেই পাক প্রতিনিধি? ব্যাখ্যা দিল জয় শাহের আইসিসি, অখুশি পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও সুমের আহমেদ দুবাইয়ে উপস্থিত থাকলেও তাঁকে ডাকা হয়নি।
Published By: Arpan DasPosted: 12:50 PM Mar 11, 2025Updated: 01:42 PM Mar 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না পাকিস্তানের কেউ। অথচ তারাই এই টুর্নামেন্টের আয়োজক। কিন্তু কেন তাদের মঞ্চে ডাকা হল না? এই বিষয়ে ব্যাখ্যা দিল আইসিসি। কিন্তু তাতে খুশি নয় পাক বোর্ড। পালটা দিল পিসিবি-ও।

Advertisement

আসলে নামেই আয়োজক। গোটা টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানের ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়েছে। সেটা পরিকাঠামো হোক বা ম্যাচ আয়োজন। নিরাপত্তা জনিত কারণে পাকভূমে যায়নি ভারত। রোহিতরা ম্যাচ খেলেছেন দুবাইয়ে। কিন্তু তা বলে ট্রফি দেওয়ার অনুষ্ঠানে কেউ উপস্থিত থাকবেন না? যতই হোক, তারাই তো আয়োজক। এমনকী ফাইনালে গ্যালারিতেও দেখা যায়নি তাদের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হয়তো পাক বোর্ডের প্রতিনিধিকে দেখা যাবে বলে অনুমান করেছিলেন অনেকে।

আইসিসির তরফে বলা হয়েছে, "আইসিসি শুধুমাত্র বোর্ডের প্রধানদের মঞ্চে ডাকে। যেমন সভাপতি, সহ-সভাপতি, চেয়ারম্যান বা সিইও। কিন্তু বোর্ডের অন্য কোনও প্রতিনিধি যদি সেই সময় উপস্থিতও থাকে, তবু তাঁকে স্টেজে ডাকা হবে না।" কিন্তু আইসিসি-র এই ব্যাখ্যায় অসন্তুষ্ট পিসিবি। তাদের পালটা বক্তব্য, "আইসিসি-র তরফ থেকে জানানো হয়েছিল, শুধু মহসিন নকভিকে স্টেজে তোলা হবে। যেহেতু তিনি ফাইনালে উপস্থিত হননি। তাই তারা পরিকল্পনা বদল করতে বাধ্য হয়।"

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) পর যাবতীয় পুরস্কার তুলে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি। উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। অথচ পাক বোর্ড সূত্রে জানা যাচ্ছে, রবিবার নাকি দুবাইয়ে হাজির ছিলেন তাদের প্রতিনিধি। পাক বোর্ডের সভাপতি মহসিন নকভি যেহেতু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সংক্রান্ত কাজের জন্য দুবাই যেতে পারেননি। আগে থেকেই নাকি বিষয়টি জানা ছিল। কিন্তু তার পরিবর্তে পাক বোর্ডের সিইও সুমের আহমেদকে দুবাইয়ে পাঠানো হয়। মঞ্চে না ডাকা নিয়ে ক্ষিপ্ত পাক বোর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না পাকিস্তানের কেউ।
  • অথচ তারাই এই টুর্নামেন্টের আয়োজক। কিন্তু কেন তাদের মঞ্চে ডাকা হল না।
  • এই বিষয়ে ব্যাখ্যা দিল আইসিসি। কিন্তু তাতে খুশি নয় পাক বোর্ড। পালটা দিল পিসিবি-ও।
Advertisement