সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁধে কোটি কোটি ভারতবাসীর প্রত্যাশা। দুবাইয়ের পথে পাড়ি দিলেন রোহিত-বিরাটরা। লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসির মেগা টুর্নামেন্ট। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে। ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ।
রোহিতদের দুবাই যাত্রা দিয়েই একপ্রকার শুরু হয়ে গেল ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। এদিন মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে চাঁদের হাট। সেখানে ছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামি, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজার মতো সিনিয়ররা।
সেই সঙ্গে ছিলেন তরুণ তুর্কি ওয়াশিংটন সুন্দর, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, শুভমান গিল, হর্ষিত রানা ও অর্শদীপ সিংরা। সবার শেষে যোগ দেন হার্দিক পাণ্ডিয়া। ভারতের কোচ গৌতম গম্ভীররাও ছিলেন এই দলে। সঙ্গে ছিলেন ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ মর্নি মর্কেল ও সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও শিবম দুবে। তাঁরা অবশ্য এখনই দুবাই যাচ্ছেন না। উল্লেখ্য, চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই জশপ্রীত বুমরাহ। সেই জায়গায় এসেছেন হর্ষিত রানা।
