shono
Advertisement
Champions Trophy 2025

নিউজিল্যান্ড ম্যাচে কি খেলবেন রোহিত-শামি? মুখ খুললেন রাহুল

পন্থের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কতটা? সেটাও জানালেন ভারতের উইকেটকিপার।
Published By: Arpan DasPosted: 09:20 PM Feb 28, 2025Updated: 09:20 PM Feb 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে কি খেলবেন অধিনায়ক রোহিত শর্মা? এই ম্যাচের পরই সেমিফাইনাল। ফলে জোর চর্চা ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে হয়তো বিশ্রাম দেওয়া হতে পারে হিটম্যানকে। অন্যদিকে শামির চোট নিয়েও চিন্তা ছিল অনেকের। কিন্তু সেই সব আশঙ্কা উড়িয়ে দিলেন কেএল রাহুল। সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের উইকেটকিপার জানিয়ে দিলেন, কারও ফিটনেস নিয়ে কোনও চিন্তা নেই।

Advertisement

২ মার্চ দুবাইয়ে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ইতিমধ্যে দুই দল সেমিফাইনালে চলে গিয়েছে। খাতায়-কলমে নিয়মরক্ষার ম্যাচ হলেও আসলে এর উপর নির্ভর করবে গ্রুপ শীর্ষে কে থাকবে। আর সেই ম্যাচে গৌতম গম্ভীর কি পরীক্ষানিরীক্ষার পথে হাঁটবেন? রাহুল অবশ্য সেই কথা বলছেন না। তাঁর বক্তব্য, "সেমিফাইনালের আগে পরীক্ষার রাস্তা খোলা থাকছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না সেটা হবে। সেমিফাইনালের আগে খুব কম সময় আছে। ফলে ক্রিকেটাররা সবাই বেশি ম্যাচ খেলবে, এটাই স্বাভাবিক। এটা আমার বক্তব্য, তবে বদল আসতেও পারে। আমি নেতৃস্থানীয় দলের অংশ নই।"

অর্থাৎ পরীক্ষার রাস্তা খোলা থাকতেই পারে। তবে সেটার থেকেও বেশি নিশ্চিন্ত করবে রোহিত-শামিদের নিয়ে রাহুলের বক্তব্য। তাঁর সাফ কথা, "আমি যতদূর জানি চোটের জন্য কেউ ম্যাচ খেলবে না, এরকম পরিস্থিতি নয়।" সেই সঙ্গে আরও একটি বিষয় নিয়ে মুখ খুলেছেন রাহুল। বলা হচ্ছে, তাঁর জন্য জাতীয় দলে গুরুত্ব হারাচ্ছেন ঋষভ পন্থ। রাহুল স্বীকার করে নিচ্ছেন, পন্থের সঙ্গে তাঁর প্রতিযোগিতা আছে। রাহুলের বক্তব্য, "আমি ঋষভের মতো মারকুটে ইনিংস খেলতে পারব না। একইভাবে পন্থও অন্য কারও মতো খেলতে চাইবে না। আমরা কীভাবে খেলতে চাইছি, সেটার উপর নির্ভর করছে, কাকে দলে নেওয়া হবে। একই কথা পন্থের ক্ষেত্রেও প্রযোজ্য।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জোর চর্চা ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে হয়তো বিশ্রাম দেওয়া হতে পারে হিটম্যানকে।
  • অন্যদিকে শামির চোট নিয়েও চিন্তা ছিল অনেকের।
  • কিন্তু সেই সব আশঙ্কা উড়িয়ে দিলেন কেএল রাহুল।
Advertisement