সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে হার। আয়োজক হয়েও মাত্র দুম্যাচে ছিটকে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) থেকে। ক্রিকেট দুনিয়ার কাছে পাকিস্তান ক্রিকেটের দৈন্যদশা প্রকাশ্যে চলে এসেছে। ফলে তড়িঘড়ি বদলের ডাক ওয়াঘার ওপারে। শোনা যাচ্ছে কোচ, কোচিং স্টাফ, সবেই বদল আসতে পারে। আর সেই সঙ্গে স্পনসর হারানোর আতঙ্কেও ভুগছে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। ফলে ভারতের বিরুদ্ধে মহারণ শুধু সম্মানের লড়াই ছিল না, ছিল নিজেদের টিকিয়ে রাখারও। কিন্তু সেখানে ৬ উইকেটে ম্যাচ হারে রিজওয়ানরা। সেমিফাইনালে যাওয়ার যেটুকু আশাভরসা ছিল, তাও ভেসে যায় এদিন নিউজিল্যান্ড বাংলাদেশকে হারিয়ে দেওয়ায়। ফলে ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজন করে, মাত্র ২টো ম্যাচেই স্বপ্নভঙ্গ পাকিস্তানের।
সব মিলিয়ে নড়েচড়ে বসেছে পিসিবি। শোনা যাচ্ছে, চাকরি যেতে পারে অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদের। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই সিদ্ধান্ত নেওয়া হবে। এমনিতে পাক ক্রিকেটে কোচ বদল ধারাবাহিক ঘটনা। গত ১ বছরে ৫ জন কোচ এসেছেন এবং গিয়েছেন। আকিব জাভেদ ও তাঁর সহকারীদের সঙ্গেও সেটাই হতে চলেছে বলে খবর। কিন্তু পাকিস্তানের ক্রিকেট ভক্তদের প্রশ্ন, কর্মকর্তারা কি দায় নেবেন না?
তবে কোচ বদল হলেও বিদেশি কারও দিকে ঝুকবে না পাকিস্তান। কার্স্টেন ও গিলেসপি দুজনেই 'বিরক্ত' হয়ে দায়িত্ব ছেড়েছিলেন। সম্ভবত পাকিস্তানের প্রাক্তন কোনও ক্রিকেটারকেই দায়িত্ব দেওয়া হবে। তার বাইরেও অন্য বিপদ রয়েছে পাকিস্তানের জন্য। প্রতিযোগিতা আয়োজন করায় আইসিসির থেকে বরাদ্দ অর্থ তারা পেয়ে যাবে। কিন্ত পাকিস্তানের 'ব্র্যান্ড' ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টেডিয়াম ভরছে না। পরিকাঠামো নিয়েও সমস্যা। তার সঙ্গে দলের ব্যর্থতায় হতাশ সমর্থকরা। সব মিলিয়ে স্পনসর পাওয়া নিয়েও মুশকিলে পড়তে পারে পাকিস্তান।