সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভারতের জন্য ভালো হলেও, ব্যাটার কোহলির জন্য নয়। বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ২২ রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন তিনি। যা নিয়ে প্রবল কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাঁকে। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে নয়া নজিরের হাতছানি নিয়ে নামবেন কোহলি। তার জন্য আর মাত্র ১৫ রান করতে হবে তাঁকে।
তাহলেই ওয়ানডেতে ১৪০০০ রান পূরণ করে ফেলবেন কোহলি। আর সেটা হবে কোহলির ২৯৯তম ওয়ানডে ম্যাচ। ক্রিকেটের ইতিহাসে মাত্র দুজনের একদিনের ক্রিকেটে ১৪০০০ রান রয়েছে। তার মধ্যে শচীন তেণ্ডুলকর এই রানের জন্য নিয়েছিলেন ৩৫০ ইনিংস। অন্যদিকে কুমার সঙ্গকারা ৩৭৮ ইনিংসে এত রান করেছিলেন।
সেখানে ২৮৬ ইনিংসে কোহলির রান ১৩৯৮৫। অর্থাৎ, আর মাত্র ১৫ রান করলেই তিনি শুধু ১৪০০০ রান করে ফেলবেন তা নয়, তা ক্রিকেটের দ্রুততমও হবে। আর সেটা ৩০০ ইনিংসে পা দেওয়ার আগে। পাকিস্তানের বিরুদ্ধে কোহলির রেকর্ড খুবই ভালো। ১৬টি ওয়ানডে ম্যাচে ৬৭৮ রান করেছেন। রয়েছে তিনটি সেঞ্চুরি। পাকিস্তানের বিরুদ্ধেই কি সেই রেকর্ড গড়তে পারবেন তিনি?
আর সেখানে আপাতত সবচেয়ে বড় বাধা তাঁর ফর্ম। যা নিয়ে প্রবল কটাক্ষও শুনতে হচ্ছে সোশাল মিডিয়ায়। ম্যাচের পরই একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে কোহলিকে 'টেস্ট ব্যাটার' হিসেবে কটাক্ষ করা হয়। যা নিয়ে রীতিমতো ক্ষিপ্ত বুমরাহ স্ত্রী সঞ্জনা গণেশন। তিনি লিখেছেন, 'এটা খুব খারাপ ব্যবহার। সমালোচনা একরকম। কিন্তু সীমা অতিক্রম করা উচিত নয়। আমাদের ক্রিকেটারদের সমর্থন করা উচিত।'
