সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। ইতিমধ্যেই আইসিসিকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিসিআই। আর তাতে যে শুধু পাকিস্তান নয়, চাপে পড়েছে আইসিসিও সেটা একপ্রকার স্পষ্ট হয়ে গেল। বাতিল করতে হল লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানও।
আগামী বছর পাকিস্তানে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। খবর যা, তাতে ভারত যাচ্ছে না শেষ পর্যন্ত। ইতিমধ্যে আইসিসিকে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় বোর্ডের পক্ষ থেকে। আইসিসিকে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে, ভারত সরকার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাওয়ার অনুমতি দেবে না। যার অর্থ হল, হাইব্রিড মডেল ছাড়া আর কোনও রাস্তা খোলা থাকল না আইসিসির সামনে। সেক্ষেত্রে ভারতের ম্যাচ হতে পারে আরব আমিরশাহী বা শ্রীলঙ্কায়।
এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক ১০০ দিন আগে একটি বিশেষ অনুষ্ঠান হওয়ার কথা ছিল লাহোরে। জানা যাচ্ছিল, ১১ নভেম্বরের এই অনুষ্ঠানেই সূচি ঘোষণা হতে পারে। কিন্তু সেটি বাতিল করা হল। যদিও আইসিসির তরফ থেকে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি কেন অনুষ্ঠান বাতিল করা হল।
এই বিষয়ে আইসিসির এক সূত্র জানাচ্ছে, "সূচিই নিশ্চিত করতে পারিনি আমরা। আয়োজক দেশ ও অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে এখনও আলোচনা বাকি। একবার সেটা নিশ্চিত হয়ে গেলেই আমরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব।" তবে আশা সম্পূর্ণ ছাড়ছে না পিসিবি। তাদের যুক্তি, লাহোরে সূচি প্রকাশের কোনও সরকারি অনুষ্ঠান ছিল না। শুধুমাত্র পতাকা উত্তোলন করা হত। কিন্তু লাহোরে যেহেতু দূষণ বেড়েছে, তাই সর্বসমক্ষে এই অনুষ্ঠান এখনই আয়োজন করছে না তারা। তবে অন্য কোনও দিনে সেটি আয়োজনের চেষ্টা চলছে বলেই তাদের বক্তব্য।
উল্লেখ্য, গত এশিয়া কাপের আয়োজকও পাকিস্তানই ছিল। কিন্তু ভারত যায়নি পাকিস্তানে খেলতে। বরং হাইব্রিড মডেলে খেলা হয় এশিয়া কাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি ক্ষেত্রেও সে জিনিস শেষ পর্যন্ত হয় কি না, দ্রষ্টব্য।