স্টাফ রিপোর্টার: পহেলগাঁও নাশকতায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য আইপিএলে আগের দিনের ম্যাচে যাবতীয় বিনোদন বন্ধ করে দেয় বিসিসিআই। সিএবি'র ক্লাব ক্রিকেটেও এই ঘটনার জন্য নীরবতা পালন করা হয়। বৃহস্পতিবার সিএবি'র ক্লাব ক্রিকেটে যত ম্যাচ অনুষ্ঠিত হল, প্রত্যেক ম্যাচ শুরুর আগেই নীরবতা পালন করা হল।
ভিডিওকন অ্যাকাডেমিতে প্রথম ডিভিশন লিগের সেমিফাইনালে ক্রিকেটের ডার্বি অর্থাৎ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ চলছে। সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসের মাঠে অন্য সেমিফাইনালে খেলছে ভবানীপুর আর কালীঘাট। একই সঙ্গে মহিলা ক্রিকেটের বেশ কিছু ম্যাচ ছিল। প্রত্যেক ম্যাচের আগেই এক মিনিট করে নীরবতা পালন করা হয়।
লিগ সেমিফাইনালের প্রথম দিন ব্যাটারদের দাপট রইল। ডার্বিতে সেঞ্চুরি করলেন ইস্টবেঙ্গলের সাত্যকী দত্ত। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইস্টবেঙ্গল। দিনের শেষে তাদের স্কোর ৩১০/৬। সাত্যকী ১০৭ রানের ইনিংস খেলেন। কালীঘাটের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করলেন অভিমন্যু ঈশ্বরণ আর সাকির হাবিব গান্ধী।
ইস্টবেঙ্গলের মতো ভবানীপুরও টস জিতে প্রথমে ব্যাটিং নেয়। অভিমন্যু ১৪৯ রানের ইনিংস উপহার দিলেন। সাকির করলেন ১১৯। কোয়ার্টার ফাইনালেও সাকির দুরন্ত সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিলেন। অভিমন্যু আর সাকিরের পার্টনারশিপে ২৪৩ রান ওঠে। প্রথম দিনের শেষে ভবানীপুর ৩৪৮/৪।
