নিরুফা খাতুন: ব্যবসা সংক্রান্ত কাজে বেরিয়ে অপহৃত কলকাতার ব্যবসায়ী। নদিয়া আমবাগান পিরপুর থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যসায়ীকে। অপহরণের পিছনে ব্যবসা সংক্রান্ত লেনদেন নিয়ে গন্ডগোল রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনায় অশোক ঘোষ এবং প্রশান্ত হালদার নামে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দফায় দফায় ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার সূত্রে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারীরা।
কড়েয়ার বাসিন্দা আফতাব মহম্মদ। প্রত্যেকদিনের মতোই সোমবার ব্যবসা সংক্রান্ত কাজে বের হন। কিন্তু রাত গড়িয়ে গেলেও বাড়ি ফেরেননি। পরের দিন অর্থাৎ মঙ্গলবারই আফতাব মহম্মদের স্ত্রী কড়েয়া থানায় অভিযোগ করেন। অভিযোগে জানান, ব্যবসার কাজে তাঁর স্বামী কৃষ্ণগঞ্জ যান। সেখানে থেকে তাঁকে অপহরণ করা হয়েছে। শুধু তাই নয়, অপহরণকারীরা ফোন করে মুক্তিপণ হিসাবে সাড়ে চার লক্ষ টাকা দাবি করেছে বলেও অভিযোগে জানান স্ত্রী। এমনকী সেই টাকা না দিলে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে লালবাজারের গুন্ডাদমন শাখা ও কড়েয়া থানার পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কৃষ্ণগঞ্জে যৌথ অভিযান চালান তদন্তকারীরা। সেখানকার আমবাগান পিরপুর থেকে আফতাব মহম্মদ নামে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। শুধু তাই নয়, তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রশান্ত হালদারের খোঁজ পান আধিকারিকরা। ঘটনাস্থলেই তিনি গা ঢাকা দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কিনা তাও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক অনুমান, ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা পেত অপহরণকারীরা। কাজের জন্য সেখানে যাওয়ায় বকেয়া টাকা চান পাওনাদাররা। টাকা না দেওয়ায় তাঁকে অপহরণ করা হয়।
