স্টাফ রিপোর্টার: নাম-পরিচয় বদল করে বহিরাগত ক্রিকেটার খেলানোর অভিযোগ উঠল সিএবি পরিচালিত মেয়র্স কাপে। অভিযোগের কেন্দ্রে সেন্ট জনস পাবলিক স্কুল। তাদের এক ক্রিকেটারের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ তুলে সিএবি-র দ্বারস্থ হয়েছে পূর্ব বারাসত আদর্শ বিদ্যাপীঠ।
মঙ্গলবার আগরপাড়ায় মেয়র্স কাপের কোয়ার্টার ফাইনালে সেন্ট জনসের মুখোমুখি হয়েছিস পূর্ব বারাসত আদর্শ বিদ্যাপীঠ। সেই ম্যাচে কোয়ার্টার ফাইনালে পূর্ব বারাসতের স্কুলকে ৫২ রানে হারিয়েছে সেন্ট জনস। ব্যাট হাতে ৬৮ রান করে দলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে আয়ান শেখ। অভিযোগের কেন্দ্রে রয়েছে এই ক্রিকেটারই। পূর্ব বারাসতের স্কুলটির অভিযোগ, সেন্ট জেমসের অধিনায়ক আয়ান শেখ আদতে মুম্বইয়ের ক্রিকেটার। নকল পরিচয়পত্র তৈরি করে তাকে মেয়র্স কাপে খেলানো হচ্ছে। পূর্ব বারাসতের স্কুলটির ক্রিকেট কোচ প্রলয় দে-র বক্তব্য, “আয়ান শেখ নামে যে ছেলেটি খেলছে, সে মুম্বইয়ের ক্রিকেটার। আসল নাম আফজল আল্লারাখা শেখ। মুম্বইয়ে ওর জন্মসাল ২০০৯, এখানে ২০১২। ওর আধার কার্ড, রেশন কার্ডও আমরা অভিযোগের সঙ্গে সিএবি-কে জমা দিয়েছি। ও যে মুম্বইয়ে ক্রিকেট খেলেছে, সেই সংক্রান্ত কিছু সংবাদপত্রের কাটিংও দেওয়া হয়েছে।”
পূর্ব বারাসতের স্কুলের অভিযোগ, আয়ান শেখ মূলত মুম্বইয়ের কল্যাণ এলাকার বাসিন্দা। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে ইউনিয়ন ক্রিকেট অ্যাকাডেমির শিক্ষার্থী। কিন্তু সিএবি-তে তাকে মুর্শিদাবাদের বাসিন্দা হিসাবে দেখানো হয়েছে। তাছাড়া মেয়র্স কাপ অনূর্ধ্ব ১৫ পর্যায়ের টুর্নামেন্ট। ফলে বয়সের বিচারেও আয়ান শেখ এই প্রতিযোগিতায় খেলার যোগ্য নয় বলেও দাবি করছে পূর্ব বারাসতের স্কুলটি।
মেয়র্স কাপে আয়ান শেখ বেশ ভালো ফর্মে রয়েছে। পাঁচ ইনিংসে ৩৪৬ রান করে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় রয়েছে সাত নম্বরে। এরমধ্যে ১২০ বলে ২২৯ রানের একটি ইনিংসও খেলেছে সে। যদিও সেন্ট জনসের ক্রিকেট টিমের দায়িত্বপ্রাপ্ত কর্তা ফোন না ধরায় এই অভিযোগ নিয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। জানা গিয়েছে, অতীতেও এমন অপরাধে ওই কর্তাকে দীর্ঘদিনের জন্য বহিষ্কার করেছিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। এবারের অভিযোগ প্রসঙ্গে সিএবি-র তরফে জানানো হয়েছে, বুধবার এই অভিযোগ নিয়ে বৈঠক ডাকা হয়েছে। বিষয়টির তদন্ত করে তার ভিত্তিতে পদক্ষেপ করা হবে।
