সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজের দ্বিতীয় ওয়ানডে'তে রেকর্ড রান তাড়া করে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়ের জোড়া সেঞ্চুরিকে মূল্যহীন করে দিয়েছে টেম্বা বাভুমার দল। শনিবার সিরিজের চূড়ান্ত ম্যাচ। গত ম্যাচের ভুলচুক শুধরে সিরিজে জয় পেতে মরিয়া ভারত। ম্যাচের আগে সে কথাই ঠারেঠোরে বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তবে সিরিজের শেষ ওয়ানডের আগেও তিনি 'হতাশ' টসভাগ্য নিয়েও।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দুশখাতে বলেন, "আমাদের দলের ক্রিকেটারেরা একটু আলাদা। তবে প্রত্যেকেই নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। প্রত্যেক ম্যাচই জিততে চাই আমরা। কিন্তু কিছু হার অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। টেস্টে আমরা আশানুরূপ খেলতে পারিনি আমরা। কিন্তু ওয়ানডে সিরিজ জেতার জন্য আলাদা খিদে দেখতে পাচ্ছি।"
এই ধরনের দ্বিপাক্ষিক সিরিজে যে চাপ সব সময়ের সঙ্গী, সে কথা স্বীকার করে টিম ইন্ডিয়ার সহকারী কোচের সংযোজন, "চাপ তো আর কখনই সরানো যাবে না। একটা দ্বিপাক্ষিক সিরিজ চলছে। আর সেই সিরিজের শেষ ম্যাচের উপর সিরিজের ভাগ্য নির্ভর করছে। তাই চাপ তো থাকবেই। আমরা পুরো ব্যাপারটার উপর নজর দিচ্ছি। ভালো রান কোনটা, তা কীভাবে তোলা সম্ভব, সব কিছু নিয়েই প্রস্তুতি থাকছে।"
অনেকেরই অভিযোগ, ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডারকে ঠিকমতো ব্যবহার করতে পারছে না দল। রান পাচ্ছেন না। বোলিংও কম দেওয়া হচ্ছে তাঁকে। এদিকে ঋষভ পন্থের মতো ক্রিকেটার স্কোয়াডে আছেন। তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না। দুশখাতে যোগ করেন, "পরিস্থিতি এমনই ছিল যে, স্পিনারদের দিয়ে ২০ ওভার বল করানো সম্ভব ছিল না। ওয়াশিংটন শিক্ষানবিশ। গত একবছর ভালো কেটেছে ওর।"
রায়পুরে হেরে টসভাগ্যকে দুষেছিলেন ভারত অধিনায়ক কেএল রাহুল। শুক্রবারের সাংবাদিক সম্মেলনে টস হারের কথাও তুললেন দুশখাতে। মজার ছলে তিনি বলেন, "আমরা বোধহয় লাখে একবার টসে জিতছি। জানি একদিন না একদিন টস জিতবই। তবে শিশির একটা বড় চিন্তার কারণ। এটা এমন কিছু, যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তবে মানিয়ে নিতে হবে। এখানকার পিচে ভালো রান ওঠে। বিশাখাপত্তনমের বাউন্ডারি ছোট। তবে আসল চ্যালেঞ্জ হল প্রথমে ব্যাট করা। যদিও আমরা প্রথমে এবং পরে ব্যাটিংয়ের জন্য নির্দিষ্ট প্রস্তুতিও নিচ্ছি।"
