shono
Advertisement
Abhishek Nayar

গম্ভীরের সঙ্গে দূরত্বেই কি চাকরি গেল অভিষেক নায়ারের? বিস্ফোরক দাবি ঘিরে শোরগোল

দলের সিনিয়র সদস্যের সঙ্গেও নাকি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেননি নায়ার।
Published By: Prasenjit DuttaPosted: 10:30 AM Apr 19, 2025Updated: 10:50 AM Apr 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মরশুমে গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর জুটি কেকেআর'কে অপ্রতিরোধ্য করে তুলেছিল। সেই গম্ভীরই আবার টিম ইন্ডিয়ার হেডকোচ হওয়ার পর অভিষেক নায়ারকে সাপোর্ট স্টাফ হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ক'দিন আগেই জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে অভিষেককে। আর এ ব্যাপারে বিস্ফোরক তথ্য সামনে আসছে। জানা গিয়েছে, তাঁর কাজে খুশি ছিলেন না ভারতীয় দলের অনেক ক্রিকেটারই। এমনকী গৌতম গম্ভীরও নায়ারের বরখাস্তের খবর পেয়ে নীরব ছিলেন।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নায়ারকে ছাঁটাইয়ের সিদ্ধান্তের কোনও প্রতিবাদ করেননি গম্ভীর। তাই প্রশ্ন উঠছে, গম্ভীরের সঙ্গে কি দূরত্ব তৈরি হয়েছে অভিষেকের? এমনকী অভিষেক নায়ারের ভূমিকায় নাকি সন্তুষ্ট ছিলেন না কিছু সিনিয়র খেলোয়াড়। কারণ নায়ার নাকি দলের কিছু সিনিয়র সদস্যের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেননি। 

বিসিসিআইয়ের একটি সূত্রও জানিয়েছে এ কথা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, "বিসিসিআই কর্তারা সিনিয়র ক্রিকেটারদের কাছে এ ব্যাপারে মতামতও নিয়েছিলেন। তাঁরা ড্রেসিংরুমে নায়ারের ভূমিকায় খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তাই তাঁর চুক্তি নবীকরণের বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হয়নি। এমনকী গম্ভীরও এর কোনও বিরোধিতা করেননি।" এ খবরে সোশাল মিডিয়ায় রীতিমতো শরগোল পড়ে গিয়েছে।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পর কোচিং স্টাফের ভূমিকা নিয়ে নিরীক্ষণ শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপর অস্ট্রেলিয়া সফরেও ভরাডুবি হয় টিম ইন্ডিয়ার। তখনই মোটামুটি ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল অভিষেক নায়ারের। এরপর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ হন সিতাংশু কোটাক। বোঝা যায়, নায়ারকে হয়তো চাইছে না বিসিসিআই। তবে তিনি ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সঙ্গেই ছিলেন। যদিও সদ্য তাঁকে 'ছুটি' দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক'দিন আগেই জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন।
  • আর এ ব্যাপারে বিস্ফোরক তথ্য সামনে আসছে।
  • তাঁর কাজে খুশি ছিলেন না ভারতীয় দলের অনেক ক্রিকেটারই।
Advertisement