সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের সাতে-পাঁচে নেই! তবুও বলিমহলের যে কোনও ইস্যুতে হিমাচল থেকে সরব হন কঙ্গনা রানাউত। নিন্দুকরা রসিকতা করে বলেন, না থেকেও 'ফোড়ন' কাটায় তাঁর জুড়ি মেলা ভার! টিনসেল টাউনের প্রথমসারির তারকাদের নিয়ে সাংসদ-নায়িকার 'অভিযোগের ডালি' মাঝেমধ্যেই উপচে পড়ে। রণবীর-আলিয়া হোক কিংবা দীপিকা পাড়ুকোন বা খান-কাপুর, কঙ্গনার বাক্যবাণ থেকে রেহাই পাননি কেউই। এবার ৩৬০ ডিগ্রি ঘুরে আচমকাই 'ধুরন্ধর' স্তুতি কঙ্গনা রানাউতের।
রণবীর সিং, অক্ষয় খান্নাদের ম্যাজিকে বর্তমানে বিশ্বজুড়ে বিজয়রথ ছুটিয়েছে 'ধুরন্ধর'। ক্যাশবাক্সের লক্ষ্মীলাভে প্রযোজকরাও খুশি। দক্ষিণী সিনেমার রমরমা বাজারে বলিউডের এহেন যোগ্য জবাবে 'ধুরন্ধর'-এর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের আর পাঁচজন তারকাও। সেই ট্রেন্ডে গা ভাসিয়েই এবার কলম ধরলেন কঙ্গনা। ইনস্টা স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, "'ধুরন্ধর' দেখে দারুণ একটা সময় কাটালাম। মাস্টারপিসের শৈল্পিক নির্মাণে আমি অভিভূত। সত্যি বলছি, পরিচালক অনুপ্রেরণা জোগালেন। প্রিয় আদিত্যজি, সীমান্তে আমাদের প্রতিরক্ষা বাহিনী, সরকারে মোদিজি আর বলিউড সিনেমায় তুমি। পাকিস্তানি সন্ত্রাসবাদীদের দারুণভাবে ধুয়ে দিয়েছ। বেশ মজা লাগল দেখতে। দেখতে দেখতে যেমন সিটি দিলাম, তেমনই হাততালি দিতে বাধ্য হয়েছি।" তবে শুভেচ্ছা জানিয়ে 'ধুরন্ধর' পরিচালক আদিত্য ধর এবং তাঁর স্ত্রী-অভিনেত্রী ইয়ামি গৌতমের প্রশংসা করলেও কঙ্গনার শুভেচ্ছাবার্তায় কিন্তু ব্রাত্য পর্দার আসল কারিগররা।
উল্লেখ্য, বক্স অফিসে 'ধুরন্ধর' ঝড়ের আবহে বহুল প্রশংসিত হয়েছে রণবীর সিং, অক্ষয় খান্নাদের হাইভোল্টেজ পারফরম্যান্স। দুই অভিনেতার কেরিয়ারের মোড় ঘোরাতেই যে এই সিনেমা 'তুরুপের তাস' হিসেবে কাজ করেছে, তা বলার অপেক্ষা রাখে না। খলচরিত্রে বাজিমাত করেছেন অক্ষয় আর 'হামজা' রণবীরের 'মিশন' দেখে ধন্য ধন্য করছেন দর্শক, অনুরাগীরা। বলা যায়, 'ধুরন্ধর'-এর হাত ধরেই দুই তারকার দাপুটে প্রত্যাবর্তন ঘটল। কিন্তু এ কী! কঙ্গনা রানাউতের প্রশংসাবার্তায় ঠাঁই পেলেন না রণবীর-অক্ষয়রা। তবে কঙ্গনাকে অবশ্য পালটা ধন্যবাদ জানিয়েছেন 'ধুরন্ধর' পরিচালক আদিত্য ধর।
