সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিডসে হারলেও এজবাস্টনে রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছে শুভমান গিলের টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরেছে ভারত। ১০ জুলাই, লর্ডসে শুরু হবে তৃতীয় টেস্ট। তার আগে ভারতীয় উইকেটরক্ষককে জিজ্ঞেস করা হয়, ভারত কি ইংল্যান্ডকে লর্ডসের পিচ পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য করেছিল? জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন ঋষভ পন্থ।
পন্থ জানিয়েছেন, তৃতীয় টেস্টের আগে লর্ডসের পিচ সম্পর্কে ইংল্যান্ডের পরিকল্পনা নিয়ে ভাবছে না দল। প্রসঙ্গত, লর্ডসের পিচ নিয়ে আলোচনা জারি রয়েছে। প্রথম দিকে আগের দু'টি টেস্টের তুলনায় লর্ডসের পিচকে সবুজ মনে হলেও পরের দিকে অনেকটা ঘাস ছেঁটে ফেলা হয়। যদিও এসব নিয়ে ভাবতে নারাজ ভারতের সহ-অধিনায়ক পন্থ। ম্যাচের আগে তিনি বলেন, "আমাদের পরিকল্পনা হল, একটি দল হিসেবে পরিস্থিতি অনুযায়ী খেলা। প্রতিপক্ষ কী ভাবছে, সেসব নিয়ে ভাবতে চাই না আমরা। তারা পরিকল্পনা করছে কি না, তা তো আমাদের ভাবার কাজ নয়। ওরা যে পরিকল্পনাই করুক না কেন, আমরা আমাদের সেরাটাই দেব।" অনেকেই বলছেন, ভারতের তাণ্ডবের ভয়েই পিচ বদল করেছে ইংল্যান্ড।
এজবাস্টনে ইংরেজ বোলারদের রেয়াত না করে ভারত দুই ইনিংস মিলিয়ে ১০১৪ রানের পাহাড় গড়েছে। এমন পরিসংখ্যান লর্ডসে তৃতীয় টেস্টে নামার আগে ভারতীয় শিবিরকে তাতালেও যথেষ্ট চিন্তায় রাখছে ইংল্যান্ডকে। আর তৃতীয় টেস্টে নামার আগে পন্থের মন্তব্য, "আমাদের মূল মন্ত্রই ছিল, এখানকার ব্যাটিং-বান্ধব উইকেটগুলিতে ২০ উইকেট তুলে নেওয়া। তা নিয়ে একটা পরিকল্পনাও তো ছিলই। তাছাড়াও আমাদের দু'জন সিনিয়র খেলোয়াড় নেই। তাই ব্যাটারদেরও এগিয়ে আসতে হত। আপাতত সেই পরিকল্পনায় সফল। অবশেষে একটা দল হিসেবে আমরা ভালো খেলছি।"
লর্ডস টেস্টে জশপ্রীত বুমরাহ দলে ফিরে আসার সম্ভাবনা। পন্থের কথায়, বুমরাহকে সামলানো ইংরেজ ব্যাটারদের পক্ষে কঠিন তো বটেই, একজন উইকেটকিপারকেও ওকে সামলানোর জন্য কঠিন পরীক্ষার সামনে পড়তে হয়। তিনি বলেন, "আমার মনে হয় ব্যাটারদের চেয়ে উইকেটরক্ষকের পক্ষে ওকে সামলানো বেশি কঠিন, বিশেষ করে ইংল্যান্ডে।"
