shono
Advertisement
Spencer Johnson

'পর পর খেতাব জয়ই টার্গেট', কেকেআরে স্টার্কের জুতোয় পা গলাতে চান জনসন

ধোনির উইকেট পাওয়াকে পাখির চোখ করছেন নাইট পরিবারের নতুন সদস্য।
Published By: Subhajit MandalPosted: 08:40 PM Dec 14, 2024Updated: 08:40 PM Dec 14, 2024

শুভায়ন চক্রবর্তী, ব্রিসবেন: গত আইপিএলের নকআউট পর্বে আগুনে পেস আর সুইংয়ে বিপক্ষে শিবিরের ত্রাস হয়ে উঠেছিলেন মিচেল স্টার্ক। সেমিফাইনাল এবং ফাইনালে তিনিই হয়ে উঠেছিলেন এক্স ফ্যাক্টর। এ হেন তারকার জুতোয় পা গলানো সহজ নয়। কিন্তু সেই কঠিন কাজটাই করতে চান নাইট সংসারের নতুন সদস্য স্পেন্সার জনসন। কেকেআরের জার্সিতে খেতাব ধরে রাখাকেই পাখির চোখ করছেন তরুণ অজি পেসার।

Advertisement

শনিবার ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন হাজির ছিলেন জনসন। তিনি এসেছিলেন বিগ ব্যাশের প্রচারে। এবারের আইপিএল নিলামে তাঁকে ২ কোটি ৮০ লক্ষ টাকায় কিনেছে নাইটরা। যা-ই হোক শনিবার গোটা দিন ব্রিসবেনে খেলা হয়েছে মাত্র ১৩.২ ওভার। তাতে হাজার হাজার ক্রিকেটভক্তের মতো হতাশ হয়ে ফিরছিলেন নাইটদের পেসারও। ফেরার আগে সামান্য সময়ের জন্য তাঁকে পাওয়া গেল। জেনে নেওয়া গেল আইপিএল নিয়ে তিনি কী ভাবছেন। জনসনের কথায়, "গোটা বিশ্বের সেরা সেরা ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলেন। ১০টা দলই প্রতিভায় পরিপূর্ণ। দর্শকরা, গোটা পরিবেশ অবিশ্বাস্য। সেজন্যই আইপিএল বিশ্বের সেরা লিগ। এখানে খেলতে সবাই ভালোবাসবে। আইপিএলে ফিরতে পেরে আমিও খুব খুশি।"

প্যাট কামিন্স, জন হেস্টিংস, নাথান কুল্টার-নাইল থেকে মিচেল জনসন, কেকেআরে এর আগে বহু অজি পেসার খেলে গিয়েছেন। স্পেন্সার সেই তালিকায় নবতম সংযোজন। নাইটদের জার্সিতে খেলতে মুখিয়ে তিনি। বলছিলেন, "কেকেআরের পেস আক্রমণ খুবই ভালো। হর্ষিত রানা, বৈভব অরোরা, উমরান মালিকরা রয়েছেন। ওদের সঙ্গে খেলার জন্য অপেক্ষা করছি। খাতায় কলমে আমাদের দলটা দারুন। আশা করি আমরা পর পর খেতাব জিততে পারব।" স্টার্কের সঙ্গে তুলনা প্রসঙ্গে স্পেন্সারের বক্তব্য, "দেখুন স্টার্ক ক্লাস প্লেয়ার। আমি তুলনায় যেতে চাই না। কিন্তু ও কেকেআরে দারুন খেলেছে। আশা করি ওর মতো আমিও কেকেআরকে কয়েকটা ম্যাচে জেতাতে পারব। এবং আমরা ট্রফি জিতব।"

আইপিএলে তাঁর লক্ষ্য কী? জনসন জানাচ্ছেন, মহেন্দ্র সিং ধোনির উইকেট নিতে চান তিনি। জনসন বলছিলেন, "আমি ধোনির বিরুদ্ধে বল করতে চাই। ও যখনই ব্যাট করতে আসে গোটা স্টেডিয়াম জেগে ওঠে। এই ধরনের কিংবদন্তিদের বল করার আনন্দটাই আলাদা। আশা করি আমি ধোনিকে আউট করতে পারব।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন হাজির ছিলেন জনসন।
  • এবারের আইপিএল নিলামে তাঁকে ২ কোটি ৮০ লক্ষ টাকায় কিনেছে নাইটরা।
  • প্যাট কামিন্স, জন হেস্টিংস, নাথান কুল্টার-নাইল থেকে মিচেল জনসন, কেকেআরে এর আগে বহু অজি পেসার খেলে গিয়েছেন।
Advertisement