অর্ণব আইচ: যাঁকে ভগবানজ্ঞানে পুজো করেন, একটিবার সেই বিরাট কোহলির চরণ স্পর্শ করতে চেয়েছিলেন। ভক্তির টানেই সোজা ঢুকে পড়েছিলেন ইডেন গার্ডেন্সের সবুজ গালিচায়। কিন্তু শেষ পর্যন্ত ভক্তির ফল মিলল পুলিশের রুলের গুঁতোয়। খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়ার অপরাধে গ্রেপ্তার হল বিরাটভক্তকে। তবে গারদের ওপার থেকেও তরুণের স্পষ্ট স্বীকারোক্তি, বিরাটের জন্য সব কিছু করতে পারি।

শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে ইডেনে নেমেছিলেন বিরাট। তাঁকে দেখার জন্য ইডেনে সোনালি-বেগুনি জার্সির মধ্যে বেঙ্গালুরুর জার্সিও নেহাত কম ছিল না। ম্যাচ চলাকালীন সেরকমই একজন দৌড়ে ঢুকে পড়েন মাঠে। লক্ষ্য একবার কোহলির পা ছুঁয়ে দেখা। সেই লক্ষ্যে সফলও হন। ভক্তকে দেখে বুকে জড়িয়ে ধরেন বিরাটও। তবে সঙ্গে সঙ্গেই অবশ্য ওই ভক্তকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়।
কে এই বিরাট ভক্ত? জানা গিয়েছে, কোহলিকে ঈশ্বরজ্ঞানে পুজো করা তরুণের নাম ঋত্ত্বিক পাখিরা। বাড়ি সুদূর বর্ধমানে। বিরাটের খেলা দেখার টানে চলে এসেছিলেন কলকাতায়। ইডেনে গিয়ে 'ভগবান' বিরাটকে ছুঁয়েও দেখেন। কিন্তু তারপরেই স্বপ্নভঙ্গ। মাঠ থেকে বের করে আনা হয় ঋত্ত্বিককে। পরে তাঁকে গ্রেপ্তার করে ময়দান থানার পুলিশ। জানা গিয়েছে, ক্রিমিনাল ট্রেসপাসিং সেকশনে গ্রেপ্তার করা হয়েছে ওই বিরাটভক্তকে। ফলে রাত কাটাতে হয়েছে গারদের ওপারেই।
কিন্তু বিরাটের দেখা পেয়ে সেই কষ্টও বেমালুম ভুলে গিয়েছেন ঋত্ত্বিক। গ্রেপ্তার হয়ে তিনি বলছেন, ‘বিরাট আমার ভগবান। বিরাটের জন্য সব করতে পারি।’ তাঁর ফেসবুক প্রোফাইলেও জ্বলজ্বল করছে বিরাটপ্রেম। তবে রবিবারই আদালতে তোলা হবে ঋত্ত্বিককে। তাঁর কারাবাসের মেয়াদ আরও বাড়বে কিনা, ঠিক হবে আজই। তবে যত বিপদ, যত কষ্টই আসুক না কেন, বিরাটের জন্য সবকিছু হাসিমুখে সহ্য করতে রাজি ভক্ত ঋত্ত্বিক।