shono
Advertisement
Deganga

তৃণমূল নেতার দুয়ারে মিষ্টির বাক্স, ভিতরে তাজা বোমা! শোরগোল দেগঙ্গায়

বাংলায় ফিরছে 'পার্সেল বোমা কালচার'?
Published By: Paramita PaulPosted: 10:25 AM Mar 26, 2025Updated: 03:35 PM Mar 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে তৃণমূল নেতার বাড়ির দরজায় পৌঁছে গেল মিষ্টির বাক্স। সেই বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ। ভিতরে রাখা দু'টি তাজা বোমা। কে বা কারা তৃণমূল প্রধানের বাড়িতে বোমা পাঠাল, তা নিয়ে শোরগোল পড়েছে দেগঙ্গার চৌরাশিয়া পঞ্চায়েত এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনা দেখে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, তবে কি ফের বাংলায় ফিরছে 'পার্সেল বোমা কালচার'?

Advertisement

দেগঙ্গার চৌরাশিয়া পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডল। বুধবার সকালে তাঁর বাড়ির দরজা খুলতেই দেখা যায়, সিঁড়ির উপর রঙিন কাগজে মোড়া একটি বাক্স রাখা। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে পরিবারের বাকিদের ডাকা হয়। তাঁরা এসে রঙিন কাগজ খুলতেই দেখতে পান, ভিতরে একটি মিষ্টির বাক্স রাখা রয়েছে। বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ। ভিতরে রাখা দুটি তাজা বোমা। কে বা কারা, কী উদ্দেশে এই বাক্স পাঠাল তা এখনও স্পষ্ট নয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দেগঙ্গা থানার পুলিশ। তদন্ত শুরু করেছে। পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডলের আশঙ্কা, রাজনৈতিক বিরোধী শিবির ভয় দেখাতেই বোমা পাঠিয়েছে। তবে এভাবে ভয় দেখানো সম্ভব নয় বলেও দাবি তাঁর। এদিকে মিষ্টির বাক্সে বোমা পাঠানোর কায়দা দেখে একটাই প্রশ্ন ঘুরছে স্থানীয়দের মনে, তবে কি 'পার্সেল বোমা কালচার' ফিরল বাংলায়?

২০০০-এর শুরুর দিকে বাংলায় আমদানি হয়েছিল এই 'পার্সেল বোমা কালচার'! ডাক মাধ্যমে পার্সেল পাঠানো হত। তার ভিতরে থাকত বোমা। পার্সেল খুলতেই 'খেল খতম'। বিস্ফোরণ ঘটত। এভাবেই মালদহে এক স্কুল শিক্ষিকাকে খুন করেছিল তাঁর প্রাক্তন প্রেমিক।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাতসকালে তৃণমূল নেতার বাড়ির দরজায় পৌঁছে গেল মিষ্টির বাক্স।
  • সেই বাক্স খুলতেই চক্ষু চড়কগাছ।
  • ভিতরে রাখা দু'টি তাজা বোমা।
Advertisement