shono
Advertisement
Farhan Ahmed

হ্যাটট্রিক-সহ ৫ উইকেট! সর্বকনিষ্ঠ বোলার হিসেবে নয়া নজির 'রহস্য' স্পিনারের

তার দুর্ধর্ষ বোলিংয়ের সুফল কুড়িয়েছে দল।
Published By: Prasenjit DuttaPosted: 05:11 PM Jul 19, 2025Updated: 05:11 PM Jul 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৭ বছর ১৪৭ দিন। আর এই বয়সেই কামাল করছেন ফারহান আহমেদ। নটিংহ্যামশায়ারের এই স্পিনার ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে হ্যাটট্রিক-সহ ৫ উইকেট নিয়ে নজির গড়েছে এই তরুণ তুর্কি। বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠতম বোলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড এখন ফারহানের নামে।

Advertisement

লুক উড, টম অ্যাসপিনওয়াল এবং মিচেল স্ট্যানলিকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেছে এই তারকা। সব মিলিয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট দখল করেছে সে। ফারহানের আরও একটা পরিচয়, ইংল্যান্ডের স্পিনার রেহান আহমেদের ছোট ভাই সে। ম্যাচের শুরুতে ফারহান ল্যাঙ্কাশায়ারের অধিনায়ক কিটন জেনিংস এবং ক্রিস গ্রিনের উইকেটও শিকার করে। তার দুর্ধর্ষ বোলিংয়ের সুফল কুড়িয়েছে নটিংহ্যামশায়ার। ২০ ওভারে মাত্র ১২৬ রানে শেষ হয়ে যায় ল্যাঙ্কাশায়ারের ইনিংস। জবাবে মাত্র ১৫.২ ওভারে মাত্র ৬ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে নেয় নটিংহ্যামশায়ার।

তার আরও একটা নজির হল, নটিংহ্যামশায়ারের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছে ফারহান। যদিও পাঁচ উইকেট পেলেও ম্যাচের সেরা হয়নি সে। ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছে টম মুরস। চলতি টি-টোয়েন্টি ব্লাস্টে ফারহান ৮.০৯ ইকোনমি রেটে ছ'টি ম্যাচে ৮ উইকেট সংগ্রহ করেছে।

গত বছর মাত্র ১৬ বছর ১৮৯ দিন বয়সে নটিংহ্যামশায়ারের সর্বকনিষ্ঠ প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে ফারহান সংবাদ শিরোনামে আসে। ট্রেন্ট ব্রিজে সারের বিপক্ষে অভিষেকে ১৪০ রানে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তার। এরপর তিনি ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে ১০ উইকেট নেওয়া সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হয়ে ওঠে সে। এভাবেই কাউন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০ উইকেট নেওয়ার নজিরও রয়েছে তার নামে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বয়স মাত্র ১৭ বছর ১৪৭ দিন।
  • আর এই বয়সেই কামাল করছেন ফারহান আহমেদ।
  • নটিংহ্যামশায়ারের এই স্পিনার ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে হ্যাটট্রিক-সহ ৫ উইকেট নিয়ে নজির গড়েছে এই তরুণ তুর্কি।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার