shono
Advertisement
England

ইংল্যান্ডকে শাস্তি, ভারতকে ছাড়! 'পক্ষপাতদুষ্ট' ICC-কে নিশানা ইংরেজ প্রাক্তনীর

ইংল্যান্ডের সমান অপরাধ করেও পার পেয়ে গিয়েছে ভারত, ইঙ্গিত তারকা ক্রিকেটারের।
Published By: Anwesha AdhikaryPosted: 07:34 PM Jul 16, 2025Updated: 07:34 PM Jul 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্থর ওভার রেটের কারণে বড়সড় শাস্তি পেয়েছে ইংল্যান্ড। কিন্তু এই শাস্তির জেরে ক্ষোভে ফুঁসছে ইংরেজ ক্রিকেটমহল। প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন সাফ ইঙ্গিত করেছেন, ইংল্যান্ডের সমান অপরাধ করেও পার পেয়ে গিয়েছে ভারত। উল্লেখ্য, লর্ডস টেস্টে মন্থর ওভার রেটের কারণে ইংল্যান্ডের দুই পয়েন্ট কাটা গিয়েছে। দলের প্রত্যেক ক্রিকেটারের জরিমানাও করা হয়েছে।

Advertisement

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম হলে এক পয়েন্ট কেটে নেওয়া হয়। একইভাবে এক ওভার কম হলে পাঁচ শতাংশ জরিমানা হয়। ইংল্যান্ড যেহেতু দুটি ওভার কম করেছে, তাই তাদের শাস্তি দ্বিগুণ হয়েছে। ২ পয়েন্ট কেটে নেওয়ার প্রভাব পড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায়। দুটি টেস্ট জেতায় ইংল্যান্ডের পয়েন্ট ছিল ২৪। কিন্তু এখন সেটা দাঁড়াল ২২। আর পয়েন্ট শতাংশ কমে দাঁড়াল ৬১.১১। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় তৃতীয় স্থানে নেমে গেল ইংল্যান্ড।

ইংল্যান্ডের শাস্তি পাওয়ার খবর পেয়েই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন ভন। প্রাক্তন ইংরেজ অধিনায়ক লেখেন, 'সৎভাবে বলতে গেলে, লর্ডসে দুই দলের ওভার রেটই খুব খারাপ ছিল। কিন্তু একটা দল কেন শাস্তি পেল সেটা আমার বোধগম্য হচ্ছে না।' যদিও শাস্তি নিয়ে পালটা সুর চড়াননি ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। শাস্তি মেনে নিয়েছেন তিনি। তবে ভন যেভাবে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন, তাতে প্রশ্ন উঠছে তিনি কি আইসিসির দিকে আঙুল তুলছেন? প্রশ্ন তুলছেন আম্পায়ারদের নিরপেক্ষতা নিয়ে?

প্রসঙ্গত, ২০২৩-২০২৫ সাইকেলে মন্থর ওভার রেটের কারণে মোট ২২ পয়েন্ট কাটা গিয়েছিল ইংল্যান্ডের। স্টোকসের মতে, যেহেতু ইংল্যান্ড বেশি পেসার খেলায় সেকারণে ওভার শেষ করতে বেশি সময় লাগে। সেই যুক্তি ঘিরেও বিতর্ক হয়েছিল। এবার ইংল্যান্ড শাস্তি পেতেই আইসিসিকে কার্যত পক্ষপাতদুষ্ট বলে তোপ দাগলেন ভন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম হলে এক পয়েন্ট কেটে নেওয়া হয়।
  • ইংল্যান্ডের শাস্তি পাওয়ার খবর পেয়েই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছেন ভন।
  • ২০২৩-২০২৫ সাইকেলে মন্থর ওভার রেটের কারণে মোট ২২ পয়েন্ট কাটা গিয়েছিল ইংল্যান্ডের।
Advertisement