shono
Advertisement
India legends match

'একসঙ্গে খাও, পার্টি করো, শুধু খেলতেই সমস্যা?', ম্যাচ বাতিল ঘিরে শিখরদের তোপ পাক প্রাক্তনীর

ম্যাচ বাতিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালেও।
Published By: Anwesha AdhikaryPosted: 06:48 PM Jul 20, 2025Updated: 06:48 PM Jul 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হননি শিখর ধাওয়ান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিংরা। কিন্তু ভারতীয় তারকাদের এহেন সিদ্ধান্তে তোপ দেগেছেন প্রাক্তন পাক পেসার আবদুর রউফ খান। তাঁর কথায়, ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা একসঙ্গে ঘোরাফেরা করেন, খাওয়াদাওয়া করেন কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কেন সমস্যা ভারতীয়দের?

Advertisement

রবিবার রাতেই ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলের। ভারতীয় দলে রয়েছেন শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। কিন্তু প্রথমে শিখর ধাওয়ান ওই ম্যাচে নামতে আপত্তি জানিয়ে আয়োজকদের চিঠি লেখেন। এরপর একে একে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানান হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠানরা। শেষমেশ আয়োজকরা ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হলেন। উল্লেখ্য, পহেলগাঁও আক্রমণ থেকে অপারেশন সিঁদুর, নেটদুনিয়ায় একে অপরকে আক্রমণ করেছিলেন শিখর ও আফ্রিদি।

এই বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেটারদের তুলোধোনা করেছেন প্রাক্তন পাক পেসার। তাঁর কথায়, "আমজনতার সামনে তোমরা দেখাতে চাও যে পাকিস্তানের বিরুদ্ধে খেলব না। কিন্তু একসাথে ঘোরাফেরা করো, শপিংয়ে যাও। জনতার সামনে কেন আলাদা আচরণ করো তোমরা। কেবল পাকিস্তানি নয়, ভারতীয় ক্রিকেটাররাও জানে যে আমরা বিদেশে গেলে একসঙ্গে অনেক কিছু করেছি। কিন্তু তা সত্ত্বেও আমজনতার সামনে এমন কঠোর মানসিকতা প্রকাশ করা-সেটা অহেতুক উত্তেজনা তৈরি করে।" রউফের কথায়, এমন অবস্থান আসলে ক্রিকেটের পক্ষে ক্ষতিকারক।

প্রসঙ্গত, ম্যাচ বাতিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালেও। তাঁর মতে, রাজনীতির সঙ্গে খেলাকে জড়ানো একেবারেই উচিৎ নয়। খেলা যদি ভারতের মাটিতে হত, তাহলে বিষয়টি নিয়ে বিবেচনা করা যেত। কিন্তু ইংল্যান্ডের মাটিতে হতে চলা ম্যাচ বাতিল করার কোনও প্রয়োজন ছিল না। সেই একই সুর শোনা গেল পাক প্রাক্তনীর মুখেও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার রাতেই ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলের।
  • পহেলগাঁও আক্রমণ থেকে অপারেশন সিঁদুর, নেটদুনিয়ায় একে অপরকে আক্রমণ করেছিলেন শিখর ও আফ্রিদি।
  • ম্যাচ বাতিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালেও।
Advertisement