সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসার ভাঙছে পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটারের। নেপথ্যে স্ত্রীর গুরুতর অভিযোগ। পাক ক্রিকেটে যথেষ্ট পরিচিত মুখ ইমাদ ওয়াসিম। পাঁচ বছরের দাম্পত্যে জীবন অবশেষে ভাঙতে চলেছে। স্ত্রী সানিয়া আশফাকের অভিযোগ, এর মধ্যে তৃতীয়পক্ষও যুক্ত। বিয়ে ভাঙলেই আরেকজন ইমাদকে (Imad Wasim) বিয়ে করার জন্য মুখিয়ে রয়েছেন। তাই তিন সন্তান থাকা সত্ত্বেও বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হচ্ছেন সানিয়া।
চলতি বছরের জুলাই মাসেই বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তখন ইমাদের সঙ্গে সমস্ত ছবি সোশাল মিডিয়া থেকে মুছে দেন সানিয়া। সম্প্রতি ইমাদ সোশাল মিডিয়ায় বিয়ে ভাঙার বিষয়টি জানিয়েছিলেন ঠিকই, তবে কারণ জানাননি। অবশেষে নীরবতা ভেঙেছেন সানিয়া। তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, 'আমার ঘর ভেঙে গিয়েছে। আমার পাঁচ মাসের এক সন্তান তো জানেই না বাবার স্পর্শ কীরকম হয়। আমি এই গল্পটা বলতে চাইনি। কিন্তু আমার নীরবতাকে অনেকে দুর্বলতা ভাবছে।'
তিনি আরও লিখেছেন, 'অনেক সমস্যা নিয়ে এই সম্পর্কটা বাঁচিয়ে রেখেছিলাম। স্ত্রী ও মা হিসেবে সংসারের প্রতি নিজের দায়বদ্ধতা দেখিয়েছিলাম। শেষ পর্যন্ত তৃতীয় পক্ষ ঢুকে আমাদের বিয়েটা ভেঙে দিল। যার মূল লক্ষ্য হল আমার স্বামীকে বিয়ে করা। যা আমাদের সম্পর্কে শেষ আঘাত।' ২০১৯ সালে তাঁদের বিয়ে হয়। উল্লেখ্য, ইমাদের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে সানিয়া মির্জার সঙ্গে আরেক পাক ক্রিকেটার সোয়েব মালিকের 'চিটিং'য়ের কথাও মনে করছেন অনেকে।
পাকিস্তানের হয়ে ২০১৫ সালে অভিষেক হয় ইমাদের। পাক জার্সিতে তিনি ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন। সব মিলিয়ে মোট ১৫৪০ রান করেছেন। পাশাপাশি ১১৭টি উইকেটও আছে। ২০২৪-র ডিসেম্বর মাসে দ্বিতীয়বার অবসর নেন ইমাদ।
