সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের পৌনে ২৪ কোটি টাকার নাইট তারকাকে মিনি নিলামে ৭ কোটিতে কিনে নিয়েছে বিরাট কোহলিদের দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গেলেও এখনও ফর্ম হাতড়াচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer )। বিজয় হাজারে ট্রফিতে এখনও তাঁর ব্যাটে 'রানের দেখা নাই রে'। ৭ কোটির তারকা কেরলের বিরুদ্ধে করলেন মাত্র ৮ রান।
টুর্নামেন্টের প্রথম দু'টি ম্যাচে মধ্যপ্রদেশ জিতলেও রান পাননি তাদের অধিনায়ক। রাজস্থানের বিরুদ্ধে করেছিলেন ৪২ বলে ৩৪ রান। তামিলনাড়ুর বিরুদ্ধে সাজঘরে ফিরেছিলেন মাত্র ৩২ রানে। কিন্তু কেরলের বিরুদ্ধে আরও তিমিরে তলিয়ে গেলেন ভেঙ্কটেশ। মধ্যপ্রদেশ ৫১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল, সেই সময় ক্রিজে আসেন তিনি। তবে দলকে ভরসা জোগানোর জায়গায় আরও চাপে ফেলে আউট হন ভেঙ্কি। মাত্র ১৬ বল খেলেই যবনিকা পতন ঘটে ৭ কোটির তারকার ইনিংসের।
২০২১ সালে নাইট শিবিরে যোগ দিয়েছিলেন ভেঙ্কি। তাঁর দৌলতেই সেবার খেলা সম্পূর্ণ ঘুরে গিয়েছিল। আর ২০২৪ আইপিএলে তো টিম চ্যাম্পিয়নই হয়। এরপর বাঁহাতি তারকাকে মোটা টাকায় কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই আশার সিকিভাগও পূরণ করতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই নাইট রিটেনশন তালিকায় জায়গা হয়নি তাঁর। এরপর আবু ধাবিতে নিলামে কেকেআরকে টেক্কা দিয়ে তাঁকে ছিনিয়ে নেয় আরসিবি।
আইপিএলে ৬২টি ম্যাচ খেলেছেন ভেঙ্কটেশ। কেকেআরের হয়ে ১৪৬৮ রান করেছেন তিনি। এরমধ্যে একটি সেঞ্চুরি এবং ১২টি হাফসেঞ্চুরি। গত বছর মেগা নিলামে কেকেআর তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল। কিন্তু ১১টি ম্যাচে ২০.২৯ গড়ে করেছিলেন মাত্র ১৪২ রান। তাঁকে প্রথম একাদশে সুযোগ দিলে আরসিবি’র ‘উইনিং কম্বিনেশন’ ভেঙে পড়তে পারে। তাই হয়তো প্রথম এগারোয় জায়গাই পাবেন না বাঁহাতি ক্রিকেটার। সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে।
প্রসঙ্গত, বিজয় হাজারেতে তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে মধ্যপ্রদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে মধ্যপ্রদেশ করে ২১৪ রান। জবাবে ১৬৭ রানে শেষ হয়ে যায় কেরলের ইনিংস। টিম ম্যানেজমেন্টের আশা, ৩১ ডিসেম্বর ত্রিপুরার বিরুদ্ধে ছন্দে ফিরবেন তাঁদের অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার।
