সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে ফের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবেন রো-কো। সেই কারণে উপহারের ডালি নিয়ে এল মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের (IND vs NZ) শেষ ম্যাচ ১৮ জানুয়ারি, ইন্দোরে। অন্যান্য ম্যাচের মতো রোহিত শর্মা, বিরাট কোহলিকে দেখার জন্য মুখিয়ে মধ্যপ্রদেশের ক্রিকেটপ্রেমীরাও। হোলকর স্টেডিয়ামের দিনরাতের সেই ম্যাচের টিকিট বিক্রি হবে কেবলমাত্র অনলাইনে। বিশেষ করে পড়ুয়া এবং বিশেষভাবে সক্ষম ক্রিকেটপ্রেমীদের জন্য এই উদ্যোগ নিয়েছে তারা। এমনকী তাদের জন্য বিশেষ টিকিটেরও ব্যবস্থা করেছে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা।
১৮ জানুয়ারি তৃতীয় ওয়ানডে। নতুন বছরের প্রথম ওয়ানডে সিরিজের চূড়ান্ত ম্যাচ নিয়ে এখন থেকেই পারদ চড়ছে। এই আবহে টিকিটের দামও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সবচেয়ে কম দামি টিকিট পাওয়া যাবে ৭৫০ টাকায়। টিকিটের সর্বোচ্চ মূল্য ৭ হাজার টাকা। সাউথ প্যাভিলিয়নের বিভিন্ন ফ্লোরের জন্য দাম রাখা হয়েছে ৫-৭ হাজার। ইস্ট স্ট্যান্ড লোয়ারের মূল্য ৭৫০ টাকা। এই স্ট্যান্ডের দোতলার মূল্য ৯৫০ টাকা। সঙ্গে জেএসটি থাকছে। ওয়েস্ট স্ট্যান্ডের টিকিট মিলবে ১,৫০০ টাকায়।তবে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের শিক্ষানবিশ ক্রিকেটার এবং বিশেষভাবে সক্ষমদের জন্যও দর্শকাসনে কোটা নির্ধারিত হবে।১৮ জানুয়ারি তৃতীয় ওয়ানডে। নতুন বছরের প্রথম ওয়ানডে সিরিজের চূড়ান্ত ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। এই আবহে শিক্ষার্থী এবং বিশেষভাবে সক্ষমদের জন্যও গ্যালারির দর্শকাসনে কোটা নির্ধারিত থাকার কথা ঘোষণা হয়েছে। টিকিটের দামও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। পড়ুয়াদের জন্য ইস্ট স্ট্যান্ড (লোয়ার)-এর টিকিটের দাম ৭৫০ টাকা এবং দোতলার দাম কর-সহ ৯৫০ টাকা। একজন পড়ুয়া কেবল একটিমাত্র টিকিট কিনতে পারবে। টিকিটের জন্য প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে চাওয়া হবে কিছু স্টুডেন্ট আইডি। টিকিটিং পোর্টালের আপলোড করতে হবে বর্তমানে শিক্ষাগত নথি। আবেদনপত্র যাচাইয়ের পর MPCA থেকে হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে টিকিট কাটার লিংক পাঠানো হবে। রেজিস্ট্রেশন উইন্ডোটি খুলবে ৩১ ডিসেম্বর, সকাল ১১টায়। চলবে ১ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত বা কোটা শেষ হওয়া পর্যন্ত।
বিশেষভাবে সক্ষম দর্শকদের জন্যও একই ব্যবস্থা করা হয়েছে। এই বিভাগের টিকিটের দাম ৩০০ টাকা। উত্তর-পূর্ব গ্যালারিতে বরাদ্দ তাঁদের আসন। যাচাইকরণ প্রক্রিয়ার অংশ হিসাবে আবেদনকারীদের সরকারি শংসাপত্র আপলোড করতে হবে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে তারা অনেক কম টাকায় টিকিট কিনতে পারবেন। হুইলচেয়ারের প্রয়োজন হলে সে কোথাও আগে থেকে জানাতে হবে। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলেও ওয়ানডে দল এখনও ঘোষণা করেনি বিসিসিআই। সূত্রের খবর, আগামী ২ থেকে ৪ জানুয়ারির মধ্যে দল ঘোষণা হতে পারে।
এবার ভারতীয় ওয়ানডে দলেও একাধিক বদল আসার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। প্রথমত চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন অধিনায়ক শুভমান গিল। তাঁর অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল। গিল ফেরার অর্থ সেঞ্চুরি করার পরও বসতে হতে পারে যশস্বী জয়সওয়াল বা রুতুরাজ গায়কোয়াড়কে। তাছাড়াও শোনা যাচ্ছে, বাদ পড়তে পারেন ঋষভ পন্থ। তবে রো-কো'কে সামনে থেকে দেখতে পড়ুয়ারা বা দিব্যাঙ্গরা তো বটেই, ভিড় জমাবেন অগণিত ক্রীড়াপ্রেমী। তাঁরা টিকিট কাটতে পারবেন অনলাইন প্ল্যাটফর্ম 'District by Zomato'-তে। সব মিলিয়ে ইন্দোরের 'ফিনালে' নিয়ে এখন থেকেই সাজসাজ রব।
