সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন অধিনায়ক, অন্যজন সহ-অধিনায়ক। ভারতের বিশ্বকাপ জয়ে কাঁধে কাঁধ দিয়ে লড়েছিলেন হরমনপ্রীত কৌর ও স্মৃতি মন্ধানা। কিন্তু সেই বিশ্বজয়ের পর কি দুই তারকার মধ্যে কথা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল? কীভাবেই বা সেই সমস্যা মিটল? সব খবর জানালেন আরেক তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগেজ।
সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা। তবে সেখানে উপস্থিত ছিলেন না স্মৃতি মন্ধানা। বিশ্বজয়ের পর স্মৃতির ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে। শেষ মুহূর্তে বিয়ে ভেঙেছে। তবে কপিল শর্মার অনুষ্ঠানেও উঠল তাঁর কথা। আসলে কপিলের প্রশ্ন ছিল বিশ্বজয়ের পর সেই বিশেষ সেলিব্রেশন নিয়ে। ভাংড়া নেচে আইসিসি চেয়ারম্যান জয় শাহর থেকে ট্রফি নেন। হরমনপ্রীত জানান, জেমাইমা ও হারলিন দেওল তাঁকে ভাংড়া নাচতে বলেছিলেন।
কিন্তু তাতে প্রথমে রাজি হননি হরমনপ্রীত। অবশেষে আসরে নামেন স্মৃতি। কীভাবে? জেমাইমা জানান, "হ্যারি দি আমাদের কথা এমনিও শোনে না। প্রথম তো কথাটা গায়ে মাখেনি। কিন্তু তারপর স্মৃতি ঘোষণা করে, 'যদি তুমি ট্রফি তোলার সময় ভাংড়া না নাচো, তাহলে আমি কোনও দিন তোমার সঙ্গে কথা বলব না'।" শেষমেশ কিন্তু হরমনপ্রীত ভাংড়া নেচেই ট্রফি তোলেন। যা ভাইরাল হয়ে যায়।
বিশ্বজয়ের পর কীভাবে সেলিব্রেশন হয়েছিল, সেটাও জানান জেমাইমা। তিনি বলেন, "আমরা ঘুমানোর কথা ভুলেও ভাবিনি। শুধু নেচেই গিয়েছিলাম। আমরা প্রায় রাত সাড়ে তিনটে পর্যন্ত সেলিব্রেট করেছিলাম। স্টেডিয়ামের আলো নিভিয়ে আমাদের বেরিয়ে যাওয়ার জন্য বলেছিল। কিন্তু আমরা একেবারে সূর্যোদয় পর্যন্ত সেখানে ছিলাম। একসঙ্গে আমাদের প্রথম বিশ্বজয় সেলিব্রেট করেছিলাম।"
