shono
Advertisement
Ashes

পৌনে দু'দিনে শেষ বক্সিং ডে টেস্ট! আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হতে পারছেন না এমসিজি কিউরেটর

ঘটনার থেকে শিক্ষা নিচ্ছেন মেলবোর্নের পিচ কিউরেটর।
Published By: Arpan DasPosted: 01:10 PM Dec 29, 2025Updated: 02:36 PM Dec 29, 2025

স্টাফ রিপোর্টার: এখনও কেমন ঘোরের মধ্যে আছেন। আরও ভালো করে বললে, আতঙ্ক কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হাতে পারেননি মেলবোর্নের পিচ কিউরেটর ম্যাট পেজ। বক্সিং ডে টেস্ট (Boxing Day Test) শেষ হতে পুরো দুটো দিনও লাগেনি। পৌনে দু'দিনে খেলা শেষ। যার পর থেকে বলাবলি শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে, উপমহাদেশে দু'দিনে টেস্ট শেষ হয়ে গেলে হইচই শুরু হয়ে যায়। ভারতে দু'দিনে টেস্ট শেষ হলে বিশ্বজুড়ে তীব্র নিন্দা চলে। তাহলে এটা কী হল? মাইকেল ভন থেকে কেভিন পিটারসেন অবশ্য প্রবল সমালোচনা করেছেন মেলবোর্নের পিচের। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথও মনে করছেন, বাইশ গজে এতটা ঘাস না রাখলেই ভালো হত। তিনি বলেন, "আমার মনে হয় দশের বদলে যদি ৮ এমএম ঘাস রাখা হত, তাহলে ম্যাচটা আরও আকর্ষণীয় হত। ব্যাট-বলের লড়াইটা আরও ভালো হত।"

Advertisement

মেলবোর্নের কিউরেটর পেজ অবশ্য ভাবতেও পারেননি টেস্টের এহেন পরিণতি হবে। বরং শেষ তিন দিনে গরমের পূর্বাভাস ছিল। সেই কথা মাথায় রেখেই তিনি পিচে বেশি ঘাস রেখেছিলেন। যাতে চাপে পিচ পুরোপুরি ভেঙে না যায়। সেটাই বুমেরাং হয়ে গিয়েছে। যার ফলে এখনও স্বাভাবিক হতে পারেননি পেজ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি মর্মাহত। কী বলব বুঝতে পারছি না। ভাবতে পারিনি এরকম কিছু ঘটবে। প্রথম দিনের পরই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। একদিনে কুড়িটা উইকেট গিয়েছিল দেখে। এর আগে এরকম টেস্টের সঙ্গে আমার নাম জড়ায়নি। চাই না ভবিষ্যতেও এরকম কোনও টেস্টের সঙ্গে আমার নাম জড়াক। এই ধরনের ঘটনার থেকে শিক্ষা নিতে হবে। সামনের বছরও এখানে টেস্ট রয়েছে। সেখানে যাতে এরকম কিছু না হয়, সেটার দিকে লক্ষ্য রাখব। প্রত্যেক বছর পরিস্থিতি আলাদা থাকে। পরিবেশ আলাদা থাকে। তবে আমাদের লক্ষ্য একটাই থাকে, যাতে ভালো ম্যাচ হয়। উপভোগ্য লড়াই হয়। যাই হোক, এই বক্সিং ডে টেস্ট নিয়ে আমারও খুব খারাপ লাগছে।"

যদিও মেলবোর্ন ক্রিকেট ক্লাবের চিফ এক্সিকিউটিভ স্টুয়ার্ট ফক্স কিউরেটরের পাশেই দাঁড়িয়েছেন। একই সঙ্গে দু'দিনে টেস্ট শেষ হওয়ার জন্য তিনি কুৎসিত ব্যাটিংকেই দায়ী করেছেন। ফক্স বলেন, "আমরা আট বছর আগে পেজকে এই দায়িত্বে নিয়ে আসি। কারণ ও দেশের সেরা। আমরা এখনও সেটাই বিশ্বাস করি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আতঙ্ক কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হাতে পারেননি মেলবোর্নের পিচ কিউরেটর ম্যাট পেজ।
  • বক্সিং ডে টেস্ট শেষ হতে পুরো দুটো দিনও লাগেনি। পৌনে দু'দিনে খেলা শেষ। যার পর থেকে বলাবলি শুরু হয়ে গিয়েছে।
  • বলা হচ্ছে, উপমহাদেশে দু'দিনে টেস্ট শেষ হয়ে গেলে হইচই শুরু হয়ে যায়।
Advertisement