সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসে প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট হেরেছে পাকিস্তান। সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানের গোটা দল। এবার পাক ক্রিকেট বোর্ডকেও তোপ দাগছেন প্রাক্তন পাক ক্রিকেটারদের একাংশ। বর্তমানে পিসিবির চেয়ারম্যান পদে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তিনি ক্রিকেটের কিছুই বোঝেন না বলে তোপ দেগেছেন আহমেদ শেহজাদের মতো প্রাক্তন পাক ক্রিকেটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের লজ্জাজনক পারফরম্যান্সের পরে পিসিবি চেয়ারম্যান প্রকাশ্যে বলেন, পাক ক্রিকেট দলের 'সার্জারি' প্রয়োজন। তার পরেই পাকিস্তানের ডিরেক্টর অফ ক্রিকেট মহম্মদ হাফিজ এবং নির্বাচক প্রধান ওয়াহাব রিয়াজকে সরিয়ে দেয় পিসিবি। বাংলাদেশের বিরুদ্ধে হারের পর নকভির সেই মন্তব্যকেই হাতিয়ার করেছেন প্রাক্তন পাক অধিনায়ক হাফিজ। সোশাল মিডিয়ায় তাঁর কটাক্ষ, "মৃত্যু পর্যন্ত সার্জারি চলছে।"
[আরও পড়ুন: প্রকাশ্যে পাক-ক্রিকেটের ফাটল! কাঁধ থেকে অধিনায়কের ‘ভরসার হাত’ সরিয়ে দিলেন শাহিন]
তবে শেহজাদ এত রাখঢাক করেননি। সরাসরি নকভির নাম নিয়ে তোপ দেগেছেন প্রাক্তন পাক ব্যাটার। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে শেহজাদ বলেন, "টি-২০ বিশ্বকাপের পরে দেশের মানুষকে চুপ করানোর জন্য আপনি বলেছিলেন যে ক্রিকেট দলে সার্জারি হবে। কিন্তু আজও কিছুই করেননি। ভেবেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতে গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পূর্বসূরিদের মতো আপনিও মিথ্যা কথা বলেছেন।"
সেই সঙ্গেই শেহজাদের তোপ, ক্রিকেট নিয়ে কিছুই জানেন না নকভি। ভিডিও বার্তায় তিনি বলেন, "যখন নকভি পিসিবি প্রধান হলেন তখন আমাকে বলা হয়েছিল উনি খুব ক্ষমতাবান আর সাহসী। কেউ যদি পাক বোর্ডে পরিবর্তন আনতে পারেন সেটা উনিই। এখনও তো সেরকম কিছু দেখতে পেলাম না। বরং আজ পর্যন্ত যা যা করেছেন তাতে সাফ বোঝা যাচ্ছে নকভি ক্রিকেট নিয়ে কিছুই জানেন না।" উল্লেখ্য, বিতর্কের মধ্যেই আগামী ৩০ আগস্ট বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে পাকিস্তান। সেই ম্যাচ হারলে বা ড্র করলেই সিরিজ হাতছাড়া শান মাসুদদের।