shono
Advertisement
Virat Kohli

'দলের স্বার্থে অবসর ভেঙে ফিরে আসুক কোহলি', চাইছেন প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার

আদৌ কি ফিরবেন বিরাট?
Published By: Prasenjit DuttaPosted: 08:10 PM Jul 16, 2025Updated: 08:10 PM Jul 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডস টেস্টে ২২ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। পরাজয়ের কারণ হিসেবে অনেকেই টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে অভিজ্ঞতার অভিজ্ঞতার অভাবকে দায়ী করছেন। তাঁদের মতে, বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকলে হারতে হত না ভারতকে। এই আবহে তিরাশির বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল মনে করছেন, দলের স্বার্থে অবসর ভেঙে ফিরে আসা উচিত বিরাট কোহলির।

Advertisement

এক সাক্ষাৎকারে মদন লাল বলেন, "ভারতীয় ক্রিকেটের প্রতি কোহলির আবেগ অতুলনীয়। আমি অতি অবশ্যই চাইব ও অবসর ভেঙে যেন টেস্ট ক্রিকেটে ফিরে আসে। ফিরে আসায় তো কোনও দোষ নেই। অবসর ভেঙে ফিরে এসে দলের পাশে দাঁড়ানো উচিত ওর। যদি এই সিরিজে না হয়, তাহলে পরের সিরিজের ওর ফিরে আসা উচিত।"

আসলে আধুনিক প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। ইংল্যান্ড সিরিজের আগেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। মদন লাল মনে করেন, "বিরাটের অভিজ্ঞতা, আগ্রাসী মনোভাব কিংবা দলের উপর প্রভাব অনন্য। ও ফিরলে দলের জন্য তো বটেই, ক্রিকেটের জন্যও ভালো হবে। চাপের মুখে কীভাবে সফল হতে হয়, তা বিরাটের কাছ থেকে শিখতে পারবে দলের ক্রিকেটাররা।"

উল্লেখ্য, জয়ের দিক থেকে কোহলি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। গ্রেইম স্মিথ, রিকি পন্টিং এবং স্টিভ ওয়ার পরে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। লিডসে প্রথম টেস্টে হেরে যাওয়ার পর ভারত দ্বিতীয় টেস্টে দুর্দান্ত প্রত্যাবর্তন করে। তবে তৃতীয় টেস্টে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। এই পরিস্থিতিতে অবসর ভেঙে ফিরুক কোহলি, এমনটাই চান মদন লাল। যদিও এ ব্যাপারে কোহলির কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরাজয়ের কারণ হিসেবে অনেকেই টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে অভিজ্ঞতার অভিজ্ঞতার অভাবকে দায়ী করছেন।
  • তাঁদের মতে, বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকলে হারতে হত না ভারতকে।
  • তিরাশির বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল মনে করছেন, দলের স্বার্থে অবসর ভেঙে ফিরে আসা উচিত বিরাট কোহলির।
Advertisement