shono
Advertisement
Gautam Gambhir

'গম্ভীর হায় হায়...', গুয়াহাটিতে আক্রান্ত ভারতীয় কোচ! স্লোগান থামাতে মরিয়া সিরাজ, পুলিশের জালে ১

কী বললেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ?
Published By: Prasenjit DuttaPosted: 02:40 PM Nov 27, 2025Updated: 02:58 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার ভারতের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। একের পর এক টেস্টে হারের পর গৌতম গম্ভীরের রণনীতি প্রশ্নের মুখে। এমন লজ্জার পরাজয় মেনে নিতে পারেননি গুয়াহাটির সমর্থকরা। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০৮ রানে হতশ্রী হারের পর ভারতীয় দলের হেডকোচকে শুনতে হল 'গো ব্যাক' ধ্বনি। সেই সময় 'ক্ষুব্ধ' সমর্থকদের শান্ত থাকার অনুরোধ করেছেন মহম্মদ সিরাজ এবং ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

Advertisement

ঠিক কী ঘটেছে? গুয়াহাটিতে তখন সবেমাত্র শেষ হয়েছে ম্যাচ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য সবাই একে একে জড়ো হচ্ছেন। সেই সময় একদল সমর্থক টিম ইন্ডিয়ার হেডকোচকে লক্ষ্য করে 'গম্ভীর হায় হায়', 'গো ব্যাক গম্ভীর' স্লোগান দিতে থাকে। কাছেই দাঁড়িয়েছিলেন গম্ভীর (Gautam Gambhir)। তিনি অবশ্য কোনও প্রতিক্রিয়া দেখাননি।

এই স্লোগান অন্য ক্রিকেটারদেরও দৃষ্টি আকর্ষণ করে। সবার প্রথমে ভারতীয় পেসার মহম্মদ সিরাজ ঠোঁটে আঙুল রেখে দর্শকদের চুপ থাকতে বলেন। এমনকী হাত দিয়েও তাঁদের সংযমী হতে বলেন। বাউন্ডারির সামনে দাঁড়িয়েছিলেন সীতাংশু। রীতিমতো চিৎকার করে তিনি বলেন,"এক আমদি ইন্ডিয়া কে লিয়ে ইতনা বলতা হ্যায় অর আপ হায় হায় বোল রহে হো?" অর্থাৎ "যে মানুষটা ভারতের হয়ে এত কথা বলে, তোমরা তাকেই হায় হায় বলছ?" এরপর পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করলে বিসিসিআই টিম ম্যানেজাররা অভিযোগও দায়ের করেন। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ দ্রুত ছুটে যান। যাঁরা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের মধ্যে একজনকে শনাক্ত করে স্ট্যান্ড থেকে তাঁকে আটকও করেন।

৬৬ বছরে প্রথমবার ৭ ম্যাচের মধ্যে পাঁচটি টেস্টে হেরেছে ভারত। ইডেনের টার্নিং পিচ হোক কিংবা গুয়াহাটির ‘স্পোর্টিং’ পিচ, সবেতেই ব্যর্থ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারত। পরপর ব্যর্থতার পর স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে হেডকোচ গম্ভীরের ভবিষ্যৎ। গুয়াহাটি টেস্টের পর এ নিয়ে প্রশ্নও করা হয়েছিল গম্ভীরকে। তিনি অবশ্য মচকাতে নারাজ। সাফ বলে দিচ্ছেন, “এটা বিসিসিআইয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।" বোর্ড সূত্রের খবর, গম্ভীরের উপর এখনই যে বোর্ড শুধু আস্থা হারাচ্ছে না তা-ই নয়। টিম ইন্ডিয়ার হেডকোচকে সবরকমভাবে সাহায্য করারও আশ্বাস দিচ্ছে বোর্ড। তাই দর্শকরা যতই 'গো ব্যাক' স্লোগান তুলুক না কেন, গম্ভীরই যে থাকছেন ভারতের কোচ, তা আপাতত নির্ধারিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের একবার ভারতের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া।
  • একের পর এক টেস্টে হারের পর গৌতম গম্ভীরের রণনীতি প্রশ্নের মুখে।
  • এমন লজ্জার পরাজয় মেনে নিতে পারেননি গুয়াহাটির সমর্থকরা।
Advertisement