shono
Advertisement
Gautam Gambhir

'হেডস্যর' গম্ভীরের আদেশে রাজি সূর্যরা! কাদের সঙ্গে হ্যান্ডশেক ভারতীয় তারকাদের?

ভাইরাল হওয়া ভিডিওয় কী বলতে শোনা গিয়েছে টিম ইন্ডিয়ার হেডকোচকে?
Published By: Prasenjit DuttaPosted: 02:38 PM Sep 22, 2025Updated: 02:38 PM Sep 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি এশিয়া কাপে করমর্দন বিতর্ক বারবার মাথাচাড়া দিয়েছে। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তার কারণটাও অবশ্য ব্যাখ্যা করেছিলেন তিনি। সুপার ফোরের ম্যাচেও একই ছবি দেখা গিয়েছে। পাকিস্তানকে ৬ উইকেটে হারানোর পর পাক খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি 'স্কাই'। তবে এই প্রসঙ্গে ম্যাচের পর টিম ইন্ডিয়ার হেডকোচের প্রতিক্রিয়াও ভাইরাল হয়েছে।

Advertisement

ম্যাচ তখন শেষ হয়েছে। ডাগ আউটে ফিরছেন অপরাজিত দুই ব্যাটার তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া। সেই সময় গৌতম গম্ভীরকে বলতে শোনা যায়, "আরে আম্পায়ারদের সঙ্গে তো হাত মিলিয়ে যা।" গম্ভীরের কথায় মাঠে ফেরেন ভারতীয় ক্রিকেটাররা। এরপর দুই আম্পায়ার আহমেদ শাহ পাখতিন এবং সোহেল গাজির সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাঁদের। কিন্তু পাক ক্রিকেটারদের হ্যান্ডশেক নৈব নৈব চ। অর্থাৎ, আবারও একবার সলমন আলি আঘার দলকে উপেক্ষা করলেন টিম ইন্ডিয়ার তারকারা।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যত না উত্তেজনা, তার চেয়ে উত্তেজনা দেখা গিয়েছে হ্যান্ডশেক ইস্যু নিয়ে। অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে কম নাটক করেনি পাকিস্তান। তাঁকে ম্যাচ রেফারির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও পর্যন্ত জানায় পিসিবি। তবে, আইসিসি সেই দাবি মেনে নেয়নি। এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান দ্বৈরথে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন পাইক্রফট। অর্থাৎ, ভারত তো বটেই বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থাও পাত্তা দেয়নি পাকিস্তানকে।

১৪ সেপ্টেম্বর পহেলগাঁও হামলার পর প্রথমবার পুরুষদের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অদৃশ্য বয়কটের পথে হাঁটেন সূর্যকুমার যাদব। সেদিন টস করতে নেমে পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক। সেই আচরণ ঘিরে পরবর্তী এক সপ্তাহ ধরে উত্তাল হয় ক্রিকেটমহল। প্রত্যেকদিন একের পর এক নাটক চলতে থাকে এশিয়া কাপকে ঘিরে। কিন্তু যাবতীয় বিতর্কের মাঝেও নিজের অবস্থান থেকে একচুল নড়েননি ভারত অধিনায়ক। সুপার ফোরের ম্যাচেও সেই অবস্থানেই অনড় থেকেছে তাঁর দল। তাই আম্পায়ারদের সঙ্গে হ্যান্ডশেক করলেও পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
  • পাকিস্তানকে ৬ উইকেটে হারানোর পর পাক খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি 'স্কাই'।
  • তবে এই প্রসঙ্গে ম্যাচের পর টিম ইন্ডিয়ার হেডকোচের প্রতিক্রিয়াও ভাইরাল হয়েছে।
Advertisement